ETV Bharat / bharat

Union Budget 2022 : বাজেটে অর্থনীতি-স্বাস্থ্য-শিক্ষা ক্ষেত্রে ডিজিটালাইজেশনে জোর কেন্দ্রের

author img

By

Published : Feb 1, 2022, 1:56 PM IST

Updated : Feb 1, 2022, 2:24 PM IST

budget-2022-23-central-government-emphasis-on-digital-india
বাজেটে অর্থনীতি-স্বাস্থ্য-শিক্ষা ক্ষেত্রে ডিজিটাইজেশনের প্রস্তাব কেন্দ্রের

2022-23 অর্থবর্ষের বাজেটে ডিজিটাল ইন্ডিয়ার উপর জোর কেন্দ্রের (Budget 2022-23 Central Government Emphasis on Digital India) ৷ আর্থিক সংস্কার (Central Bank of Digital Currency) থেকে স্বাস্থ্য, এমনকি শিক্ষাক্ষেত্রেও ডিজিটাইজেশনে জোর দিয়েছে সরকার ৷ পাশাপাশি এবছরেই ভারতে 5 জি পরিষেবা চালু হচ্ছে ৷

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি : 2022-23 কেন্দ্রীয় বাজেটে ডিজিটাল ভারতের উপর জোর (Budget 2022-23 Central Government Emphasis on Digital India) ৷ যার প্রথম বড় পদক্ষেপ ডিজিটাল কারেন্সি ৷ আরবিআইয়ের অনুমোদনে ভারতে প্রথমবার ডিজিটাল কারেন্সি চালু হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ স্বাস্থ্য ক্ষেত্রেও ডিজিটাল পরিষেবা আনা হচ্ছে ‘ন্যাশনাল ডিজিটাল হেলথ ইকোসিস্টেম’র মাধ্যমে ৷ যেখানে করোনা পরিস্থিতিতে সহজেই ডিজিটাল হেলথ ইকোসিস্টেমে স্বাস্থ্য সংক্রান্ত সবরকম সুবিধা পাবেন নাগরিকরা ৷ 2029 সালের বাজেট ঘোষণা অনুযায়ী, 2022-23 অর্থবর্ষে চালু হচ্ছে ই-পাসপোর্ট পরিষেবা ৷ পাশাপাশি এই সব পরিষেবাকে আরও গতি দিতে এ বছরেই চালু হবে 5জি পরিষেবা ৷

ডিজিটাল ইন্ডিয়া গড়ে তোলার স্বপ্নকে সফল করতে 2022-23 অর্থবর্ষের বাজেটে বেশ কয়েকটি বড় ঘোষণা করল কেন্দ্র ৷ যেখানে এই অর্থবর্ষে 5জি পরিষেবা চালু করার কথা জানালেন অর্থমন্ত্রী ৷ উন্নততর ফাইবার অপ্টিক্যাল পরিষেবা দেশের বিভিন্নি প্রান্তে পৌঁছে দিতে ইতিমধ্যে পরিকাঠামোর উন্নতি করা হয়েছে বলে জানিয়েছেন নির্মলা ৷

ডিজিটাল কারেন্সি--

তবে, তাঁর আগে বড় পদক্ষেপ নিচ্ছে অর্থমন্ত্রক ৷ আরবিআই এর অনুমোদনে প্রথমবার চালু হবে ডিজিটাল কারেন্সি ৷ যার পোশাকি নাম রাখা হয়েছে, ‘সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ডিজিটাল কারেন্সি’ (Central Bank of Digital Currency) ৷ যার জন্য বিশেষ প্রযুক্তি এবং পরিকাঠামো তৈরি করা হচ্ছে ৷ দু’টি পৃথক ব্যাঙ্কের মধ্যে এই ডিজিটাল কারেন্সির মাধ্যমে লেনদেন হবে ৷ এমনকি রাজ্য সরকারগুলিকেও এ ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ দেবে কেন্দ্র ৷ তার জন্য আর্থিক সহায়তাও করা হবে রাজ্য সরকারগুলিকে ৷

ডিজিটাল ব্যাঙ্কিং -

সাম্প্রতিককালে ভারত ডিজিটাল ব্যাঙ্কিং (Digital banking), ডিজিটাল লেনদেনে অনেক এগিয়ে গিয়েছে ৷ বিশেষ করে করোনা পরিস্থিতিতে ৷ আর তাই ভারত সরকারও এই ক্ষেত্রে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাচ্ছে ৷ তাই দেশের প্রতিটি কোণায় গ্রাহকের সুবিধা হয়, এমন সরল পরিষেবা প্রদানের ব্যবস্থা করছে কেন্দ্র ৷ তাই স্বাধীনতা 75 বছর উদযাপনের মুহূর্তে অর্থমন্ত্রক দেশেরে 75টি জেলায় 75টি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট তৈরির প্রস্তাব দিয়েছে ৷ বাণিজ্যিক ব্যাঙ্কের মাধ্যমে এই ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিটগুলি কাজ করবে ৷

আরও পড়ুন : Union Budget 2022: 60 লাখ কর্মসংস্থান সৃষ্টিই সরকারের পরবর্তী লক্ষ্য: সীতারমন

ডিজিটাল স্বাস্থ্য--

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য সবচেয়ে বড় একটি ক্ষেত্র 2022-23 অর্থবর্ষে ৷ যেখানে ‘ন্যাশনাল ডিজিটাল হেলথ ইকোসিস্টেম’ আনছে কেন্দ্র (National digital health ecosystem) ৷ ‘ন্যাশনাল ডিজিটাল হেলথ ইকোসিস্টেম’ থেকে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সবরকম সুবিধা পাবে দেশবাসী ৷ ন্যাশনাল ডিজিটাল হেলথ ইকোসিস্টেম একটি ওপেন প্ল্যাটফর্ম ৷ যেখানে ডিজিটালি রেজিস্ট্রার নাগরিকরা তাঁদের স্বাস্থ্য সংক্রান্ত সকল পরিষেবা পাবেন ৷ যেখানে রেজিস্ট্রার করা গ্রাহকদের একটি ইউনিক আইডেন্টিটি নম্বর থাকবে ৷ যার সাহায্যে বিশ্বের যে কোনও প্রান্তে স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা পেতে পারবেন ভারতীয়রা ৷

আরও পড়ুন : One Class-One TV Channel : ছাত্রছাত্রীদের পড়াতে ‘ওয়ান ক্লাস, ওয়ান টিভি চ্যানেল’ প্রকল্প মোদি সরকারের

ডিজিটাল শিক্ষা--

করোনার জেরে গত আড়াই বছরে সবচেয়ে ক্ষতি হয়েছে দেশের শিক্ষা ক্ষেত্রে ৷ দীর্ঘদিন বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলি ৷ প্যানডেমিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পড়ুয়ারা ৷ সেই বিষয়টিকে মাথায় রেখে বাজেটে নতুন প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ জানালেন, এবার পিএম-ইবিদ্যার (PM-EVidya) অধীনে ‘ওয়ান ক্লাস, ওয়ান টিভি চ্যানেল’-এর মাধ্যমে পড়ুয়াদের শিক্ষাদান করা হবে ৷

ডিজিটাল বিশ্ববিদ্যালয়--

করোনা পরিস্থিতিতে বাজেটে ডিজিটাল বিশ্ববিদ্যালয় (Digital University) চালুর প্রস্তাব পেশ করেছে কেন্দ্র ৷ দেশের সর্বত্র পড়ুয়াদের বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা তাঁদের বাড়িতে পৌঁছে দিতে এই ডিজিটাল বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাব পেশ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী ৷ এই পরিষেবা ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় এবং রেডিয়ো অথবা পডকাস্ট মাধ্যমে পাবেন পড়ুয়ারা ৷ নেটওয়ার্ক হাব স্পোক মডেল অনুযায়ী তৈরি করা হবে এই বিশ্ববিদ্যালয় ৷ যেখানে রেডিয়ো অথবা পডকাস্ট মাধ্যমে পড়ার সুবিধা থাকবে ৷ এখানে দেশের সেরা বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি কেন্দ্রের এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকবে ৷

আরও পড়ুন : Auction of 5G Mobile Service : চলতি বছরেই ফাইভ জি স্পেকট্রাম নিলাম করবে কেন্দ্রীয় সরকার

সেই সঙ্গে 2019 সালের বাজেটের ঘোষণা অনুযায়ী 2022-23 অর্থবর্ষে চালু হচ্ছে ই-পাসপোর্ট ৷ অর্থমন্ত্রী জানিয়েছেন, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই ই-পাসপোর্টের মাধ্যমে সফরকারী ব্যক্তির তথ্য জানা যাবে ৷ এতে নকল পাসপোর্ট নিয়ে সফরের মতো অপরাধ এবং সন্ত্রাস দমনে সুবিধা হবে ৷ মার্কিন সরকারের নির্ধারিত গবেষণাগার থেকে এই ই-পাসপোর্টের প্রটোটাইপগুলি পরীক্ষিত হয়েছে ৷ নয়া এই পাসপোর্টের কভার আগের থেকে অনেক মোটা হবে ৷ যেখানে ই-পাসপোর্টের ব্যাক কভারে ‘সিলিকন চিপ’ থাকবে ৷ যেখানে 64 কেবি চিপে সংশ্লিষ্ট ব্যক্তির সব তথ্য থাকবে ৷

Last Updated :Feb 1, 2022, 2:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.