ETV Bharat / bharat

Buddhadeb Dasgupta : অভিনেত্রী হিসাবে পরিণত হওয়ার সুযোগ করে দিয়েছিলেন বুদ্ধদেব, জানালেন ঋতুপর্ণা সেনগুপ্ত

author img

By

Published : Jun 10, 2021, 6:12 PM IST

Updated : Jun 10, 2021, 8:09 PM IST

অভিনেত্রী হিসাবে পরিণত হওয়ার সুযোগ করে দিয়েছিলেন বুদ্ধদেব, জানালেন ঋতুপর্ণা সেনগুপ্ত
অভিনেত্রী হিসাবে পরিণত হওয়ার সুযোগ করে দিয়েছিলেন বুদ্ধদেব, জানালেন ঋতুপর্ণা সেনগুপ্ত

মন্দ মেয়ের উপাখ্যানের মাধ্যমে বুদ্ধদেব দাশগুপ্ত (Buddhadeb Dasgupta) তাঁকে অভিনেত্রী হিসাবে পরিণত হওয়ার সুযোগ করে দিয়েছিলেন ৷ আবার পরে যখন উত্তরার জন্য ডেকেছিলেন হাতে কাজ থাকার জন্য হ্যাঁ করতে পারেননি ৷ সেই খেদ থেকেই গেল বাকি জীবন ৷ পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের সঙ্গে কাজ করার খুব 'দামি' অভিজ্ঞতার স্মৃতিচারণ করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) ৷

ভারতীয় সিনেমার এক স্তম্ভ আজ এই বাসভূমি ছেড়ে তাঁর স্বর্গীয় বাসস্থানের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন ৷ এটা মেনে নেওয়া আমাদের সবার পক্ষে কঠিন ৷ তিনি এমন একজন চিত্র পরিচালক যাঁর অনবদ্য সৃষ্টিশৈলী আমাদের গর্বিত করে ৷ বুদ্ধদেব দাশগুপ্ত (Buddhadeb Dasgupta) একজন সাহসী পরিচালক ছিলেন ৷ তিনি সিনেমায় নতুন একপ্রকার ভাষার প্রবর্তন করেছিলেন ৷ তিনি তাঁর সিনেমায় এমন কিছু বিষয় নিয়ে কাজ করেছিলেন যা বিশ্বজুড়ে সুনাম ও প্রশংসা কুড়িয়েছে ৷ ওঁর 'গৃহযুদ্ধ' দেখে বড় হয়েছি ৷ ওঁর সিনেমায় মমতা শঙ্কর, অঞ্জন দত্ত বা গৌতম ঘোষের অভিনয় মন্ত্রমুগ্ধের মতো দেখেছি ৷ এসব সিনেমা যখন দেখছি, তখন আমি টিনএজারও নই ৷ কিন্তু সেই বয়সেই আমার কাকা আমাকে বুদ্ধদেব দাশগুপ্ত নামটির সঙ্গে আলাপ করান ৷ এই কাকা, যিনি পেশায় ডাক্তার, তাঁর তথাকথিত ভিন্ন ধারার সিনেমার মানে বোঝান আমাকে ৷

ওঁর মন্দ মেয়ের উপাখ্যানে মূল চরিত্রে অভিনয় করতে পেরে আমি ব্যক্তিগতভাবে গর্ব অনুভব করি ৷ চরিত্রটি আমাকে অভিনেত্রী হিসাবে পরিণত করেছে ৷ অভিনয়ের বহু সূক্ষ অলিগলির সন্ধান পেয়েছিলাম ওই চরিত্রে অভিনয় করতে গিয়ে ৷ উনি একজন পারফেকশনিস্ট পরিচালক ৷ অভিনেতা-অভিনেত্রীদের থেকে তাঁদের সেরাটা বের করে আনতে পারতেন ৷ মন্দ মেয়ের উপাখ্যানে পরিচালক যেমনটা চাইছিলেন তা বের করে আনতে গিয়ে নিজেকে প্রচুর ভাঙাচোরা করতে হয়েছিল ৷ কেরিয়ারের শুরুর দিকেই অমন একটা চরিত্রে অভিনয় করতে গিয়ে রাতের ঘুম প্রায় উড়ে গিয়েছিল ৷ একজন বণিতা আবার যে একটা মা-ও বটে... তেমন চরিত্র ফুটিয়ে তুলতে গিয়ে রাতের পর রাত জেগে শুধু ভেবেছি ৷

পুরুলিয়া হল বুদ্ধদেব দাশগুপ্তের প্রিয় লোকেশন ৷ অনেক ছবিতেই উনি পুরুলিয়াকে নানাভাবে ব্যবহার করেছেন ৷ মন্দ মেয়ের উপাখ্যানও পুরুলিয়াতেই শু্যট করা হয়েছিল ৷ গোটা ইউনিট নিয়ে সেখানে পৌঁছনই বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছিল ৷ পুরুলিয়ার মতো প্রত্যন্ত গ্রামে মানুষ যখন জানতে পেরেছেন তারকা অভিনেত্রী আসছেন... সে ভিড় দেখার মতো ৷ তার উপর পুরুলিয়ার ওই গরম ৷ কিন্তু কিছুতেই পরিচালককে দমানো সম্ভব নয় ৷ মাথায় টুপিটি চাপিয়ে ভিড় ঢেলে এগিয়ে কীভাবে যেতে হয় তা শিখতে বুদ্ধদেব দাশগুপ্তকেই দেখতে হবে ৷ যাই হোক সেটে উনিই সবার প্রথমে পৌঁছবেন ৷ লাইট চেক করে লেন্স টেন্স সব দেখে নেওয়া ছিল ওঁর নিত্যদিনের কাজ ৷ উনি ছিলেন একজন টাস্কমাস্টার ৷ ওঁর সিনেমার মধ্যে দিয়ে ওঁর কারুশিল্পের প্রতিভা ব্যক্ত হয়েছে ৷ উনি ওঁর নিজের জেনারেশনের তো বটেই আগামী অনেক জেনারেশনের প্রদর্শক ৷

উনি ভোরবেলা এবং সন্ধ্যার ন্যাচারাল লাইটে কাজ করতে খুব পছন্দ করতেন ৷ এই লাইট নিয়ে কাজ করার কঠিন দিকটি ছিল- খুব অল্প সময়ের জন্য এই লাইট পাওয়া যেত ৷ তার মধ্যেই ভীষণ নিয়মানুবর্তীতার মধ্যে কাজ করতে হত ৷ ঠিক মতো শু্যট দিতে না পারলেই রেগে যেতেন ৷ আমি তো ওঁকে শুধু লাইট পছন্দ না হওয়ার জন্য এক একটা গোটা দিন প্যাক-আপ বলে দিতে শুনেছি ৷ এই লাইট নিয়ে ওঁকে বহুবার হতাশ হতেও দেখেছি, যেটা আমাদের মানে গোটা ইউনিটকেই গ্রাস করত ৷ কিন্তু যত যাই হোক, শেষ অবধি পরিচালক সেরাটা বের করে আনবেনই ৷

মন্দ মেয়ের উপাখ্যান করতে গিয়ে ওঁর থেকে কত বকা খেয়েছি ৷ তবে জানতাম আমার প্রকৃত অভিনেত্রী সত্ত্বা উনি জাগিয়ে তুলছেন ৷ অনেক পরিণত অনুভব করেছিলাম এই সিনেমাটা করার পর ৷

ওঁর 'উত্তরা'-তেও উনি আমারা কথা ভেবেছিলেন ৷ আমাকে ডেকেওছিলেন ৷ উত্তরায় আমাকে নিতে চেয়ে উনি আমার বাবাকে একটা চিঠিও লিখেছিলেন ৷ কিন্তু সেই সময় অন্যান্য কাজে এত ব্যস্ত ছিলাম যে উত্তরা ফস্কেই গেল ৷ এখন খুব আফসোস হয় ভাবলে ৷ এই আফসোস আমার সারাজীবনই থেকে গেল ৷ তবে পরে কখনও আবার কাজ করা হবে একসঙ্গে... উনি অন্য কোনও সিনেমায় আমাকে নেবেন বলে কথাও হয়েছিল... তবে আর কোনও উপায় রইল না ৷

উনি প্রায়ই বলতেন যে ওঁর মেয়ে আর আমি একই স্কুলে পড়েছি ৷ কারমেল ৷ সিনেমা-স্ত্রিপ্ট এসবের বাইরেও এমন টুকরো-টাকরা নানা গল্পগুজব হত ৷

ওঁর সিনেমাগুলির মধ্যে বাঘ বাহাদুর, গৃহযুদ্ধ, উত্তরা, তাহাদের কথা আমার প্রিয় ৷ একটা যুগের অবসান হল ওঁর সঙ্গে ৷ এমন দূরদর্শী পরিচালক, একই সঙ্গে গভীর জ্ঞান এবং পাওয়ারহাউস প্রতিভা একেবারেই বিরল ৷ আজকের দিনটা আমাদের ইন্ডাস্ট্রির পাশাপাশি গোটা দেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য শোকের ৷ একটা সুস্পষ্ট যুগের অবসান হল ৷

আরও পড়ুন : Buddhadeb Dasgupta : অধ্যাপক থেকে পরিচালক, বুদ্ধদেবের প্রয়াণে শেষ 'তাহাদের' যুগ

Last Updated :Jun 10, 2021, 8:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.