ETV Bharat / bharat

ধন্যি মেয়ে ! 2-এর নামতা পারেননি বর, বিয়ে ভেঙে দিলেন কনে

author img

By

Published : May 10, 2021, 4:48 PM IST

বর 2-এর নামতা বলতে পারেননি ৷ তাই বিয়ে ভেঙে দিলেন কনে ৷ উত্তরপ্রদেশের মাহোবার ঘটনা ৷

bride-refused-to-marry-because-groom-did-not-recite-table-of-two-in-mahoba
2-এর নামতা পারেনি বর, বিয়ে ভেঙে দিল কনে

মাহোবা, 10 মে: দিন বদলেছে ৷ পণ না-পেয়ে বা কনের কোনও খুঁত বের করে বিয়ে ভেঙে দেওয়া, বরযাত্রী নিয়ে ফিরে যাওয়ার ঘটনা এখন বেশ সেকেলে ৷ ইদানিং উলটো ঘটনাও নজরে আসছে ৷ লগ্নভ্রষ্টা হওয়ার ভয়ে কুঁকড়ে না-থেকে নিজেদের মত তুলে ধরছেন মহিলারা ৷ প্রয়োজন পড়লে বিয়ের আসর থেকে পাত্রকে বাড়ি পাঠিয়ে বিয়ে ভেঙে দিতেও পিছপা হন না আজকের মেয়েরা ৷ সেরকমই এক নজির গড়লেন উত্তরপ্রদেশের মাহোবার এক ধন্যি মেয়ে ৷

বিয়ের আসরে বরের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কনে ৷ মালাবদলের আগে তিনি বরকে 2-এর নামতা বলতে বলেন ৷ এ ভাবে হাটে হাঁড়ি ভাঙবে তা ঠাওর করতে পারেননি বর ও বরের বাড়ির লোকজন ৷ 2-এর নামতা বলতে গিয়ে বরের দাঁত ভেঙে যাচ্ছে দেখে আর এক মুহূর্ত ভাবেননি ওই কনে ৷ সটান উঠে পড়েন বিয়ের আসর থেকে ৷ স্পষ্ট জানিয়ে দেন, প্রাথমিক শিক্ষাটুকু যে মানুষের নেই, তিনি তাঁকে বিয়ে করবেন না ৷

কনের এই কথা শুনে তো বরযাত্রী হাঁ ৷ তাজ্জব উপস্থিত অতিথিরাও ৷ সবাই তখন মুখচাওয়া চাওয়ি করছেন ৷ অনেকে কনেকে বোঝানোর চেষ্টা করলেন ৷ যেন তিনি বিয়ের জন্য রাজি হয়ে যান ৷ বিয়ের আসর থেকে এ ভাবে উঠে যাওয়া তাঁর জন্য অমঙ্গলের হতে পারে বলেও সাবধানবাণী এল ৷ তবে কেউই সেই 'ধন্যি' মেয়েকে বাগে আনতে পারেননি ৷ নিজের সিদ্ধান্তে অটল থেকে বিয়ে ভেঙে দেন কনে ৷

আরও পড়ুন: কোভিড আবহে ভোগান্তি, শিলিগুড়িতে নয়া শ্মশানঘাট তৈরিতে উদ্যোগী গৌতম

তাঁর এক তুতো ভাইয়ের কথায়, "বরের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমাদের অন্ধকারে রেখেছিল ওদের পরিবার ৷ বর হয়তো কোনওদিন স্কুলেও যাননি ৷ বরের পরিবার আমাদের সঙ্গে প্রতারণা করেছে ৷ তবে আমার সাহসী বোন সমাজের কোনও ট্যাবুর কথা মাথায় রাখেনি ৷ এতটুকুও ভয় না-পেয়ে ও বিয়ে ভেঙে দিয়েছে ৷"

এ বিষয়ে পুলিশ কোনও অভিযোগ নেয়নি ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, দু পক্ষের মধ্যে আলোচনা করে সমঝোতার মাধ্যমে বিয়ে ভেঙে দেওয়া হয়েছে ৷ বিয়ের আগে নেওয়া উপহারও একে-অপরকে ফিরিয়ে দিয়েছে বর ও কনের পরিবার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.