ETV Bharat / bharat

Parliament : পেগাসাস ইস্যুতে বিরোধীদের বিক্ষোভে মঙ্গলবারও উত্তপ্ত সংসদ

author img

By

Published : Jul 27, 2021, 11:44 AM IST

Updated : Jul 27, 2021, 12:22 PM IST

গত 19 জুলাই সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন ৷ আর তার ঠিক আগেরদিনই পেগাসাস বিতর্ক সামনে আসে ৷ ফলে প্রথমদিন থেকেই এই ইস্যুতে উত্তপ্ত সংসদ ৷

both houses of parliament not in order due to opposition agitation on pegasus issue
Parliament : পেগাসাস ইস্যুতে বিরোধীদের বিক্ষোভে মঙ্গলবারও উত্তপ্ত সংসদ

নয়াদিল্লি, 27 জুলাই : পেগাসাস ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর নরম করার কোনও লক্ষণ নেই বিরোধীদের ৷ মঙ্গলবার এই ইস্যুতে উত্তাল হল সংসদ ৷ অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মুলতুবি হয়ে গেল লোকসভা ও রাজ্যসভা ৷ প্রথমে মুলতুবি হয় রাজ্যসভা ৷ আবার বেলা 12টায় অধিবেশন শুরু হওয়ার কথা ৷ লোকসভাও বেলা 11টা 45 মিনিট পর্যন্ত মুলতুবি হয়ে যায় ৷

আরও পড়ুন : adhir-chowdhury : অচল সংসদ, অলোচনা ছাড়া বিল পাস করছে কেন্দ্র, অভিযোগ অধীরের

গত 19 জুলাই সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন ৷ আর তার ঠিক আগেরদিনই পেগাসাস বিতর্ক সামনে আসে ৷ যার মাধ্যমে বিভিন্ন লোকের ফোনে আড়ি পাতা হয়েছে বলে অভিযোগ ৷ বিরোধীদের দাবি, কেন্দ্রীয় সরকার এর জন্য সম্পূর্ণভাবে দায়ী ৷ তাই এই নিয়ে লোকসভা ও রাজ্যসভায় রোজ বিক্ষোভ দেখাচ্ছে ৷ ফলে রোজই দফায় দফায় সংসদের অধিবেশন মুলতুবি হয়ে যায় ৷ মঙ্গলবারও তার ব্যতিক্রম হল না ৷

আরও পড়ুন : Pegasus Spyware : পেগাসাস বিতর্কে উত্তাল সংসদ, দফায় দফায় মুলতুবি দুই কক্ষ

এদিন লোকসভায় কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি মুলতুবি প্রস্তাব আনেন পেগাসাস ইস্যুতে আলোচনা চেয়ে ৷ একই দাবি তুলে মুলতুবি প্রস্তাব দিয়েছেন কংগ্রেসের আরেক সাংসদ মানিকম ঠাকুরও ৷ তিনি আবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই নিয়ে আলোচনা চেয়েছেন ৷

অন্যদিকে রাজ্যসভার অধিবেশন শুরু হতেই বিক্ষোভ শুরু করেন বিরোধী দলের সাংসদরা ৷ তখনই সভা মুলতুবি করে দেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু ৷ তার আগে তিনি জানান, সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট থেকে জেনেছেন যে সংসদ অচল রাখার চেষ্টা করছে বিরোধীদের একাংশ ৷ সংসদ আইন তৈরি ও বিল নিয়ে আলোচনার জায়গা ৷ তিনি সাংসদদের মানুষের জন্য সরব হওয়ার কথা বলেছেন ৷

আরও পড়ুন : Rahul Gandhi : লাদাখে চিনের অবস্থান নিয়ে কেন্দ্রকে কটাক্ষ রাহুলের

অন্যদিকে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সাংসদদের অনুরোধ করেন যে সংসদে মানুষের ভাল করার জন্য প্রতিযোগিতা হোক ৷ স্লোগান দেওয়ার জন্য প্রতিযোগিতা করা উচিত নয় ৷

Last Updated : Jul 27, 2021, 12:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.