ETV Bharat / bharat

পদত্যাগ করলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ

author img

By

Published : Apr 5, 2021, 2:11 PM IST

Updated : Apr 5, 2021, 4:37 PM IST

Bombay HC orders CBI probe into allegations made by Param Bir Singh against Anil Deshmukh
অনিল দেশমুখের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ বম্বে হাইকোর্টের

পদত্যাগ করলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। সোমবার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন তিনি ৷ প্রসঙ্গত, অনিল দেশমুখের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্তে নামার জন্য এদিনই সিবিআই-কে নির্দেশ দেয় বম্বে হাইকোর্ট ৷ তার জেরেই অনিলের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ৷

মুম্বই, 5 এপ্রিল : পদত্যাগ করলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। সোমবার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন তিনি ৷ সূত্রের খবর, বম্বে হাইকোর্ট তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়াতেই এই পদক্ষেপ করেছেন অনিল ৷

প্রসঙ্গত, অনিল দেশমুখের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্তে নামার জন্য এদিনই সিবিআই-কে নির্দেশ দেয় বম্বে হাইকোর্ট ৷ অনিলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিং ৷ সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার এই নির্দেশ দিয়েছে আদালত ৷

এদিন আদালতের তরফে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে আইন মাফিক ঘটনার প্রাথমিক তদন্তের কাজ শুরু করতে বলা হয় ৷ 15 দিনের মধ্যে সিবিআইকে তদন্ত শেষ করার নির্দেশ দেয় বম্বে হাইকোর্ট ৷

এই ঘটনায় তিনটি জনস্বার্থ মামলা রুজু করা হয়েছে ৷ একটি মামলা করেছেন পরমবীর সিং নিজেই ৷ বাকি দু’টি মামলা রুজু করেছেন জয়শ্রী পাতিল নামে মুম্বইয়ের এক আইনজীবী এবং মোহন ভিদে নামে এক শিক্ষক ৷ সোমবার এই মামলাগুলির শুনানি চলছিল মুম্বই হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে ৷ শুনানি চলাকালীন প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি জি এস কুলকার্নি বলেন, অনিল দেশমুখ রাজ্য়ের স্বরাষ্ট্রমন্ত্রী ৷ আর তাই পুলিশের পক্ষে নিরপেক্ষ তদন্ত করা সম্ভব নয় ৷ এই কারণেই সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেয় ডিভিশন বেঞ্চ ৷

আরও পড়ুন : ‘‘এফআইআর কোথায়?’’ পরমবীর সিং-কে ভর্ৎসনা বোম্বে হাইকোর্টের

উল্লেখ্য, গত 25 মার্চ সিবিআই তদন্তের দাবি জানিয়ে অনিল দেশমুখের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেছিলেন পরমবীর সিং ৷ তাঁর দাবি, বার ও রেস্তরাঁগুলি থেকে মাসে 100 কোটি টাকা তোলা আদায়ের লক্ষ্যমাত্রা ধার্য করে দিয়েছিলেন অনিল ৷ তোলা আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশের বিভিন্ন আধিকারিক ও কর্মীর উপর ৷ তাঁদের মধ্যে অন্যতম মুম্বই পুলিশের সাসপেন্ডেড অ্য়াসিসট্যান্ট ইন্সপেক্টর সচিন ওয়াজ়ে ৷ আপাতত যিনি এনআইএ হেফাজতে রয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে মুকেশ আম্বানির বাড়ির কাছে বিস্ফোরকবোঝাই গাড়ির রাখার এবং সেই ঘটনায় হিরেন মনসুখ নামে এক ব্য়বসায়ীর রহস্যজনক মৃত্যুতে জড়িত থাকার অভিযোগ উঠেছে ৷

Last Updated :Apr 5, 2021, 4:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.