ETV Bharat / bharat

যোধপুরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত 6

author img

By

Published : Jul 5, 2021, 8:58 AM IST

Updated : Jul 5, 2021, 9:20 AM IST

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাঙ্গিওয়াস গ্রামে মনদোর তহশিলের কাছে মূল সড়কে রবিবার রাত 2টো নাগাদ একটি বোলেরো গাড়ি ও একটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ হয় ৷

s
s

যোধপুর, 5 জুলাই : বোলেরো ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে যোধপুরে (Jodhpur) মৃত 6 ৷ রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের যোধপুর জেলার ডাঙ্গিওয়াস গ্রামে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাঙ্গিওয়াস গ্রামে মনদোর তহশিলের কাছে মূল সড়কে রবিবার রাত 2টো নাগাদ একটি বোলেরো গাড়ি ও একটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ বোলেরোতে 7 জন ছিলেন ৷ এদের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় 4 জনের ৷ গুরুতর আহত 2জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁদের মৃত্যু হয় ৷

আরও পড়ুন: ফিরোজাবাদে সড়ক দুর্ঘটনা, মৃত 5 ও আহত 3

ডিসিপি ভূবন ভূষণ যাদব জানান, সুমের সিং (21), রাওতরাম (20), মনোহর (21), জিতেন্দ্র (21), চন্দন সিং (22), রাজেশ (22) ও সিকন্দর সিং ছিলেন গাড়িতে ৷ প্রত্যেকেই আজমের জেলার বাসিন্দা ৷ এদের মধ্যে 6 জনের মৃত্যু হয়েছে ৷ এমডিএম হাসপাতালে মৃতদেহ রাখা আছে ৷

Last Updated : Jul 5, 2021, 9:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.