ETV Bharat / bharat

BJP Slams Tamil Nadu CM M K Stalin: 'ঘুম থেকে উঠেই রাজনীতি', মণিপুর নিয়ে বিজেপির নিশানায় স্ট্যালিন

author img

By

Published : Jul 23, 2023, 4:21 PM IST

BJP Slams Tamil Nadu CM M K Stalin ETV BHARAT
BJP Slams Tamil Nadu CM M K Stalin

CM M K Stalin Invites Manipuri Sportspersons: মণিপুরের ক্রীড়াবিদদের তামিলনাড়ুতে প্রশিক্ষণের আমন্ত্রণ জানানোয় বিজেপির নিশানায় এম কে স্ট্যালিন ৷ তামিলনাড়ু বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই তাঁকে, মনুষ্যত্বহীন রাজনীতিক বলে নিশানা করেছেন ৷

চেন্নাই, 23 জুলাই: মণিপুর ক্রীড়াবিদদের তামিলনাড়ুতে প্রশিক্ষণের আমন্ত্রণ জানানোয় বিজেপির নিশানায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী । " ঘুম থেকে উঠেই রাজনীতি করেন এম কে স্ট্যালিন " কটাক্ষ তামিলনাড়ু বিজেপির সভাপতি কে আন্নামালাইয়ের । "মনুষ্যত্ব নেই" বলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে বিঁধলেন কে আন্নামালাই ৷ এম কে স্ট্যালিনের শুধুই একজন ‘রাজনীতিক’ বলে সমালোচনা করলেন প্রাক্তন এই আইপিএস ৷

রবিবার সকালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন একটি বিবৃতি প্রকাশ করেন ৷ সেখানে তিনি বলেন, ‘‘মণিপুরের যে সকল ক্রীড়াবিদরা রয়েছেন, তাঁরা তামিলনাড়ুতে চলে আসুন প্রশিক্ষণের জন্য ৷ এই মুহূর্তে সে রাজ্যে যা অবস্থা, সেখানে ক্রীড়াবিদদের আসন্ন ‘খেলো ইন্ডিয়া ও এশিয়ান গেমস’-এর জন্য প্রশিক্ষণের আদর্শ পরিবেশ নেই ৷’’ শুধু তাই নয় মণিপুরের ক্রীড়াবিদদের প্রশিক্ষণের জন্য সবরকম ব্যবস্থা রাজ্য ক্রীড়া দফতরকে করতে বলেন তিনি ৷

এম কে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিন তামিলনাড়ুর ক্রীড়ামন্ত্রী ৷ তাঁকে উদ্দেশ্য করে ওই বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি ক্রীড়ামন্ত্রীকে বলেছি, মণিপুরের সকল ক্রীড়াবিদদের প্রয়োজন মতো সবরকম ব্যবস্থা করে দিতে হবে ৷’’ সেই নির্দেশিকা পাওয়ার কিছুক্ষণের মধ্যেই উদয়নিধি জানান, রাজ্যের ক্রীড়া দফতর ক্রীড়াবিদের জন্য সবরকম সুযোগ-সুবিধা ও ব্যবস্থাপনা করবে ৷

এমনকি যে সকল ক্রীড়াবিদ তামিলনাড়ুতে আসতে চান, তাঁদের জন্য একটি টোল-ফ্রি নম্বর এবং সরকারের তরফে একটি ইমেল আইডি দেওয়া হয়েছে ৷ যে ফোন নম্বরে যোগাযোগ করে ক্রীড়াবিদরা নিজেদের নাম জানাতে পারবেন ৷ আর ইমেলের মাধ্যমে নিজেদের পরিচয়পত্র অন্যান্য নথি তামিলনাড়ু সরকারকে পাঠিয়ে দিতে হবে ৷ সেই সঙ্গে তাঁদের খেলা সংক্রান্ত কী কী জিনিস প্রয়োজন এবং ডায়েট-সহ সব জানিয়ে দিতে বলা হয়েছে ৷ উল্লেখ্য, 2023 সালের ‘খেলো ইন্ডিয়া’ টুর্নামেন্টের আয়োজনের দায়িত্ব পেয়েছে তামিলনাড়ু ক্রীড়া দফতর ৷

আরও পড়ুন: আতঙ্কিত মণিপুরী ফুটবলারদের পরিবারের থাকার ব্যবস্থা করল মহামেডান স্পোর্টিং

এই পুরো বিষয়টি নিয়েই এম কে স্ট্যালিন এবং তাঁর ছেলে উদয়নিধির সমালোচনা করেছেন তামিলনাড়ু বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই ৷ তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ঘুম থেকে ওঠেন এবং একজন রাজনীতিকের মতো আচরণ শুরু করে দেন ৷ তিনি যা করছেন তা শুধুই হাস্যকর নয়, অবাক করার মতো ৷ আমাদের সরকার (কেন্দ্রের বিজেপি সরকার) খেলো ইন্ডিয়ার সূচনা করেছে ৷ আমরা জানি কীভাবে খেলোয়াড়দের প্রশিক্ষণ দিতে হয় ৷’’

এই ইস্যুতে স্ট্যালিনকে নিজের রাজ্যের সমস্যাগুলিতে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন কে আন্নামালাই ৷ তিনি বলেন, ‘‘মণিপুরের পরিস্থিতি সামলানোর জন্য সেখানকার মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার রয়েছে ৷ আপনার নিজের রাজ্যের একাধিক আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যা রয়েছে ৷ সেগুলির আগে সমাধান বের করুন ৷’’ পাশাপাশি, কর্ণাটক রাজ্যের সঙ্গে কাবেরী নদীর জলবণ্টন নিয়ে যে দীর্ঘ সমস্যা তামিলনাড়ুতে রয়েছে, তা দ্রুত মেটানোর দাবি জানান ওই বিজেপি নেতা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.