ETV Bharat / bharat

'অপয়া' মন্তব্যে রাহুল গান্ধির বিরুদ্ধে কমিশনকে কড়া পদক্ষেপের আর্জি বিজেপির

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 10:57 PM IST

Updated : Nov 22, 2023, 11:07 PM IST

BJP seeks EC action against Rahul Gandhi remarks to PM Modi. ৷ বিজেপির অভিযোগ, মোদির জাত গুজরাতের ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত ছিল তাঁর এই দাবি মিথ্যা ৷ ঘাঞ্চি জাতি ঐতিহ্যগতভাবে একটি সম্প্রদায় 1999 সালে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল ৷ মোদি 2001 সালে মুখ্যমন্ত্রী হন বলেও জানান পাঠক ৷ তিনি বলেন, "খাড়গে এবং গান্ধির মন্তব্য, যারা মিথ্যার জাল ছড়াতে লিপ্ত এবং অভ্যাসগত অপরাধী ৷ এই অপরাধীদের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম শুরু করা এবং কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছি ৷

Etv Bharat
Etv Bharat

নয়াদিল্লি, 22 নভেম্বর: বুধবার রাহুল গান্ধির বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে 'অপয়া' এবং 'পকেটমার' কটূক্তির জন্য নির্বাচন কমিশনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ৷ একইসঙ্গে ভারতীয় হকি দলকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির অপমানের কথাও ফের একবার তুলে ধরেছে বিজেপি ৷

1982 এশিয়ান গেমসের ফাইনালে হারের পর খেলোয়াড়দের প্রতি তৎকালীন প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ৷ পদ্ম শিবিরের একটি প্রতিনিধি দল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ চেয়েছেন ৷ বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী থাকাকালীন মোদি তাঁর জাতি বা সম্প্রদায়কে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করেছিলেন, এমন দাবি মিথ্যা ৷ ঘাঞ্চি জাতি ঐতিহ্যগতভাবে একটি সম্প্রদায় 1999 সালে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল ৷ আর মোদি 2001 সালে মুখ্যমন্ত্রী হন ৷ প্রতিনিধি দলের তরফে বলা হয়, "খাড়গে এবং গান্ধির মন্তব্য, যারা মিথ্যার জাল ছড়ানোর কাজে লিপ্ত এবং দু'জনে অভ্যাসগত অপরাধী ৷ এই অপরাধীদের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম শুরু করা এবং কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে ৷ তাঁদের আচরণে এবং এমনকী নির্বাচনী আইনের প্রতি তাদের নৈতিক মূল্যবোধের প্রতিও শ্রদ্ধা নেই।”

বিজেপি জানিয়েছে, নির্বাচন কমিশনকে অবিলম্বে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ জানানো হয়েছে ৷ মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধির বিরুদ্ধে তাদের ক্রমাগত জালিয়াতি, ভিত্তিহীন এবং অপমানজনক মন্তব্যের জন্য যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়েছে ৷ বিজেপি প্রতিনিধিদলের তরফে এও জানানো হয়েছে, নির্বাচনী পরিবেশকে নষ্ট করা হচ্ছে ৷ যেখানে সম্মানিত ব্যক্তিদের মানহানি করার জন্য গালাগালি, আপত্তিকর ভাষা ব্যবহার এবং মিথ্যা খবর ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে ৷ প্রতিনিধি দলের তরফে রাধামোহন দাস আগরওয়াল জানান, কংগ্রেস নেতারা অভ্যাসগত অপরাধী ৷ কমিশনকে তাদের পাঠ শেখানোর পাশাপাশি শুধুমাত্র নোটিশ পাঠানোর মধ্যে সীমাবদ্ধ না রাখার কথাও বলা হয়েছে ৷

আরও পড়ুন

  1. জি20 ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব মোদির, ইজরায়েল-হামাস যুদ্ধে বেসামরিক নাগরিকদের মৃত্যুর নিন্দা
  2. মোদি-শাহকে পকেটমার গ্যাংয়ের সঙ্গে তুলনা রাহুলের!
Last Updated :Nov 22, 2023, 11:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.