ETV Bharat / bharat

BJP National Executive Meet: হায়দরাবাদে বিজেপির কার্যকরী সমিতির বৈঠক শুরু আজ, একইদিনে তেলেঙ্গানায় যশবন্ত

author img

By

Published : Jul 2, 2022, 2:36 PM IST

Updated : Jul 2, 2022, 3:08 PM IST

J P Nadda in Telangana
তেলেঙ্গানায় রোড শো জেপি নাড্ডার

2023-এ তেলাঙ্গানা নির্বাচন ৷ 24-এ লোকসভা ৷ 22-এর জুলাইয়ে প্রথমে হায়দরাবাদে জাতীয় কার্যকরী সমিতির বৈঠকের উদ্বোধন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ আসছেন প্রধানমন্ত্রী ৷ তবে এবারও তাঁকে এড়িয়ে গেলেন কে সি আর (BJP National Executive Meet) ৷

হায়দরাবাদ, 2 জুলাই: এমভিএ সরকার ফেলে দিয়েছে বিদ্রোহী শিন্ডে আর বিজেপির দেবেন্দ্র ফড়ণবীস ৷ 2024-এর খুব দেরি নেই ৷ মহারাষ্ট্রে ক্ষমতায় ফিরে দেশের অন্য রাজ্যগুলিকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির ৷ তেলেঙ্গানার হায়দরাবাদে 2-3 জুলাই দু'দিনের কার্যকরী সমিতির বৈঠক শুরু হয়েছে আজ ৷ শুক্রবার কেসিআরের শহরে রোড-শো করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ শনিবার তিনি দলের জাতীয় কার্যকরী সমিতির বৈঠকের (BJP National Executive Meeting) উদ্বোধন করেন ৷

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একইদিনে বেগমপেট বিমানবন্দরে পা রাখছেন বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা ৷ তাই মুখ্যমন্ত্রী কেসিআর যশবন্তকেই অভ্যর্থনা জানাতে যাবেন, মোদিকে নয় ৷ অথচ একই বিমানবন্দরেই নামবেন প্রধানমন্ত্রী ৷ তাঁকে স্বাগত জানাতে একজন মাত্র টিআরএস মন্ত্রী থাকবেন (BJP President inaugurates BJP National Executive Meeting in Hyderabad Telangana) ৷

  • A warm welcome of Shri. @DrSukantabjp BJP MP (LS), state przd. @bjp4bengal at the airport for attending BJP NEC meeting to be held in Hyderabad at HICC on July 2nd & 3rd.
    श्री सुकांत मजुमदार का भाजपा राष्ट्रीय कार्यकारिणी में आगमन पर भव्य स्वागत।#BJPNECInTelangana pic.twitter.com/jHTcoLUETI

    — BJP Telangana (@BJP4Telangana) July 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রাহুল গান্ধিকে নিয়ে অশ্লীল মন্তব্য অসমের মুখ্যমন্ত্রীর ! হিমন্তের ইস্তফা চাইলেন কেসিআর

এ নিয়ে তিনবার প্রধানমন্ত্রীকে এড়িয়ে গেলেন বিজেপি বিরোধী অন্যতম মুখ কেসিআর ৷ এর আগে মে মাসে ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস-এর 20তম বার্ষিক অনুষ্ঠানে রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী ৷ সে সময় টিআরএস নেতা বেঙ্গালুরুতে চলে গিয়েছিলেন ৷ তারও আগে ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদি হায়দরাবাদ সফরে এলে কেসিআর ছিলেন না ৷

হায়দরাবাদের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সূচনা হওয়া এই বৈঠকে ইতিমধ্যে এসেছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, 19টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপির অন্য শীর্ষ নেতারা এসেছেন ৷ রয়েছেন পশ্চিমবঙ্গের সভাপতি সুকান্ত মজুমদার, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, ভারতী ঘোষ ৷

মনে করা হচ্ছে, রবিবার মোদি বক্তৃতা দেবেন এবং প্যারাড গ্রাউন্ডে ব়্যালিতেও অংশগ্রহণ করবেন ৷ অতিমারির পর এই প্রথম জাতীয় কার্যকরী সমিতির বৈঠক হচ্ছে ৷ হায়দরাবাদ জুড়ে গেরুয়া পতাকা, ফেস্টুনে সাজানো হয়েছে ৷ 2023-এ তেলেঙ্গানায় নির্বাচন এবং 24-এ লোকসভা ৷ বিরোধী দূর্গ দখলের জোরদার প্রস্তুতিতে বিজেপি ৷

Last Updated :Jul 2, 2022, 3:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.