ETV Bharat / bharat

রাজ্য়ে দলীয় কর্মীদের উপর হামলা, তৃণমূলকে সতর্কবার্তা বিজেপি সাংসদের

author img

By

Published : May 4, 2021, 4:26 PM IST

BJP
প্রবেশ শাহিব সিং বার্মা

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রবেশ সিং বার্মা বলেন, "আমি মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে বলতে চাই অবিলম্বে পশ্চিমবঙ্গে চলতে থাকা হিংসা বন্ধ করুন ৷ এই ঘটনাই যদি উত্তরপ্রদেশ বা বিহারে হত তাহলে তৃণমূল কংগ্রেস নেতারা কেমন থাকতেন ?’’

নয়াদিল্লি, 4 মে : ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে এবার মমতা বন্দ্য়োপাধ্য়ায় সহ একাধিক তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতাকে হুমকি দিলেন বিজেপি সাংসদ প্রবেশ শাহিব সিং বার্মা ৷ হুমকির সুরে তিনি বলেন, ‘‘তৃণমূল নেতারা যেন মনে রাখেন তাঁদেরও দিল্লিতে আসতে হবে ৷’’

নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্য়ের বিভিন্ন জেলায় হিংসার অভিযোগ করেছে বিজেপি ৷ তাদের তরফে বলা হয়েছে, সর্বত্র বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে ৷ তাঁদের বাড়ি ভাঙচুর চালানো হচ্ছে ৷ পরিস্থিতি খতিয়ে দেখতে আজ রাজ্য়ে এসেছেন জে পি নাড্ডা ৷ এমনকী, রাজ্য়পালও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন ৷ আর এরপর হুমকি দিলেন বিজেপি সাংসদ প্রবেশ সিং ৷

আরও পড়ুন- তৃণমূলে যাচ্ছেন ? ভিডিয়ো বার্তায় অবস্থান স্পষ্ট করলেন শোভন-বৈশাখী

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রবেশ সিং বার্মা বলেন, "আমি মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে বলতে চাই অবিলম্বে পশ্চিমবঙ্গে চলতে থাকা হিংসা বন্ধ করুন ৷ এই ঘটনাই যদি উত্তরপ্রদেশ বা বিহারে হত তাহলে তৃণমূল কংগ্রেস নেতারা কেমন থাকতেন ? আমি তৃণমূলের বিধায়ক ও সাংসদদের বলতে চাই তাঁরা যেন তাঁদের লিমিটের মধ্য়েই থাকেন ৷"

একইসঙ্গে তিনি আরও বলেন, "ভোটে জিতেই তৃণমূল গুন্ডারা আমাদের কর্মীদের খুন করছে, গাড়ি ভাঙচুর করছে, বাড়ি পুড়িয়ে দিচ্ছে ৷ তৃণমূলের বিধায়ক, সাংসদ, মুখ্য়মন্ত্রী মনে রাখবেন আপনাদেরও দিল্লি আসতে হবে ৷ এটাকে সতর্কতাবাণী হিসেবেই নেবেন ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.