ETV Bharat / bharat

Ravi Shankar Slams Rahul: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন রাহুল, দাবি বিজেপির রবিশঙ্করের

author img

By

Published : Feb 7, 2023, 8:28 PM IST

Rahul-Modi
Rahul-Modi

মঙ্গলবার লোকসভায় আদানি বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধি ৷ এই নিয়ে কংগ্রেসের সাংসদের বিরুদ্ধে পালটা সরব হয়েছেন বিজেপির রবিশঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad Slams Rahul Gandhi) ৷

নয়াদিল্লি, 7 ফেব্রুয়ারি: আদানি বিতর্কে (Adani Controversy) মঙ্গলবার লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও তাঁর সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ সেই নিয়ে রাহুলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি (BJP) ৷ দলের বর্ষীয়ান নেতা রবিশঙ্কর প্রসাদের (Ravi Shankar Prasad) অভিযোগ, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেসের (Congress) প্রাক্তন সভাপতি ভিত্তিহীন, নির্লজ্জ ও বেপরোয়া আক্রমণ শানিয়েছেন ৷ একই সঙ্গে দুর্নীতি ইস্যুতে কংগ্রেসের বিরুদ্ধে পালটা তোপ দেগেছেন মোদি সরকারের (Modi Government) প্রাক্তন মন্ত্রী ৷ তাঁর দাবি, দেশের সবচেয়ে বড় দুর্নীতিতে জড়িয়েছে কংগ্রেস ৷ আর তা করে দেশের ভাবমূর্তি রাহুল গান্ধির দলই কালিমালিপ্ত করেছে ৷

গত 31 জানুয়ারি শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন (Budget Session 2023) ৷ প্রথমদিন প্রথামাফিক যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ পরদিন 2023-24 অর্থবর্ষের জন্য বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ তার পর নিয়ম অনুযায়ী সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপক বক্তৃতা ৷ মঙ্গলবার সেই নিয়েই ভাষণ দেন কেরালার ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তখনই তিনি আদানি বিতর্কে মোদি সরকারের বিরুদ্ধে সরব হন ৷

এদিন রাহুল গান্ধি ব্যবসায়ী গৌতম আদানির (Gautam Adani) ব্যবসায়িক ভাগ্য ও ব্যক্তিগত সম্পদের ব্যাপক বৃদ্ধিকে 2014 সালে মোদি সরকারের ক্ষমতায় আসার সঙ্গে যুক্ত করেছেন ৷ তার পর এই নিয়ে তোপ দেগেছেন বিজেপির বিরুদ্ধে ৷ পরে সংসদের বাইরে রাহুলের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপির রবিশঙ্কর প্রসাদ ৷ তিনি বলেন, "প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে ভিত্তিহীন, নির্লজ্জ ও বেপরোয়া অভিযোগ করেছেন রাহুল গান্ধি । কংগ্রেস এবং তার নেতারা সেই সমস্ত বড় কেলেঙ্কারিতে জড়িত ছিল যা ভারতের ভাবমূর্তিকে কলঙ্কিত করেছিল ।"

গান্ধি পরিবারকে আক্রমণ করতে গিয়ে রবিশঙ্কর প্রসাদ ন্যাশনাল হেরাল্ড মামলা ও অগাস্টা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারি সংক্রান্ত মামলারও উল্লেখ করেছেন । বলেন, "দুর্নীতি নিয়ে রাহুল গান্ধির স্মৃতি পুনরুজ্জীবিত করার সময় এসেছে ।" তিনি অভিযোগ করেছেন, রাহুল গান্ধি, তাঁর মা সোনিয়া গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরা ‘জামিনে রয়েছেন’ । তাঁর কটাক্ষ, কংগ্রেস দুর্নীতির জোড়া স্তম্ভের উপর দাঁড়িয়ে ৷ দুর্নীতিগ্রস্তদের রক্ষা করাই কংগ্রেস ও রাহুল গান্ধির পরিবারের কাজ ৷

আরও পড়ুন: আদানি বিজেপিকে কত টাকা দিয়েছেন ? তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর কী সম্পর্ক; লোকসভায় সরব রাহুল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.