ETV Bharat / bharat

Amit Malviya: 'পুরনো অপরাধী', অখিলকে টুইট-তোপ অমিত মালব্যর

author img

By

Published : Nov 13, 2022, 10:16 AM IST

Updated : Nov 13, 2022, 10:32 AM IST

Etv Bharat
Etv Bharat

সোশাল মিডিয়ায় অখিলকে আক্রমণে করেই চলেছেন বিজেপি নেতারা । এবার তাঁকে আক্রমণ করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য । তাঁর কথায়, "মমতার এই মন্ত্রী আসলে পুরনো অপরাধী। (Amit Malviya Slammed Akhil Giri)"

নয়াদিল্লি, 13 নভেম্বর: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় প্রবল সমালোচনার মুখে পড়েছেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। চাপে পড়ে ক্ষমা চেয়ে নিয়েছেন । পাশাপাশি দেশের প্রথম নাগরিককে চিঠি লিখে ক্ষমা চেয়ে নেবেন বলে জানিয়েছেন।

এদিকে সোশাল মিডিয়ায় তাঁকে আক্রমণে করেই চলেছেন বিজেপি নেতারা (Amit Malviya Slammed Akhil Giri) । দলের রাজ্য শাখার তরফেও বেশ কয়েকটি ভিডিয়ো আপলোড করা হয়েছে । তাতেও দেখা গিয়েছে অখিল এর আগেও বিভিন্ন সময়ে নানা আপত্তিকর মন্তব্য করেছেন । ভিডিয়োর সত্যতা অবশ্য খতিয়ে দেখেনি ইটিভি ভারত । এরপর অখিলকে আক্রমণ করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য । তাঁর কথায়, "মমতার এই মন্ত্রী আসলে পুরনো অপরাধী।"

এদিকে আগেই জানা গিয়েছে, বিতর্কিত মন্তব্যকাণ্ডে এবার ক্ষমা চেয়ে রাষ্ট্রপতিকে দিচ্ছেন অখিল গিরি । ইতিমধ্যেই মৌখিকভাবে দুঃখপ্রকাশ করেছেন রাজ্যের কারা মন্ত্রী । তিনি বলেন, "এক মাস আগে থেকে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় আমার সম্পর্কে কটূক্তি করেছেন । আমি বয়স্ক মানুষ । আমার মনে ক্রোধ জন্মেছিল । রাষ্ট্রপতিকে আমি কোনও অসম্মান করিনি । তাঁর প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে । যে কথা আমার মুখ থেকে বেরিয়েছে, তা ক্রোধের বশে বেরিয়ে এসেছে । আমি অনুতপ্ত ।"

তাঁর পাশে দাঁড়ায়নি তৃণমূলও । দলের তরফে সাংসদ শান্তুনু সেন বলেছেন, "তৃণমূল কংগ্রেস এই মন্তব্য সমর্থন করে না ৷ ভারতের সংবিধানের এবং রাষ্ট্রপতির জন্য তৃণমূলের সর্বোচ্চ সম্মান আছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়নের প্রতীক ৷ তাই এ ধরনের মন্তব্যকে সমর্থন করার কোনও প্রশ্নই ওঠে না ৷ মন্ত্রী (অখিল গিরি) তাঁর ভুল বুঝতে পেরেছেন এবং সোশাল মিডিয়ায় ক্ষমাও চেয়ে নিয়েছেন ৷"

আরও পড়ুন: আপত্তিকর মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেবেন অখিল গিরি

Last Updated :Nov 13, 2022, 10:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.