ETV Bharat / bharat

BJP Candidates for Karnataka Polls: কংগ্রেসের দুই হেভিওয়েটের বিরুদ্ধে কর্ণাটকে দুই মন্ত্রীকে প্রার্থী করল বিজেপি

author img

By

Published : Apr 12, 2023, 1:25 PM IST

কর্ণাটকে কংগ্রেসের দুই হেভিওয়েট সিদ্ধারামাইয়া ও ডি কি শিবকুমার ৷ এই দু’জনের বিরুদ্ধে বিজেপি দু’জন মন্ত্রীকে প্রার্থী করেছে ৷ তবে ওই দুই মন্ত্রীর জন্য আলাদা আসনও বরাদ্দ করেছে গেরুয়া শিবির ৷

BJP Candidates for Karnataka Polls
BJP Candidates for Karnataka Polls

বেঙ্গালুরু (কর্ণাটক), 11 এপ্রিল: কর্ণাটকে কংগ্রেসের দুই হেভিওয়েটের বিরুদ্ধে দু’জন মন্ত্রীকে প্রার্থী করল বিজেপি ৷ ওই রাজ্যের বরুণাতে বিজেপি প্রার্থী করেছে মন্ত্রী ভি সোমানাকে ৷ তাঁকে লড়তে হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে ৷ অন্যদিকে আরেক মন্ত্রী আর অশোককে প্রার্থী করা হয়েছে কণকপুর বিধানসভা আসন থেকে ৷ তাঁর বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী ওই রাজ্যের সভাপতি ডি কে শিবকুমার ৷

তবে এই দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীর জন্য বিজেপির তরফে আরও দু’টি আসনও বরাদ্দ করা হয়েছে ৷ ভি সোমানা চামরাজনগর ও আর অশোক পদ্মনাভনগর থেকেও ভোটে লড়বেন বলে বিজেপির তরফে জানানো হয়েছে ৷ ফলে একদিকে কংগ্রেসের দুই হেভিওয়েটকে ভোটের আগেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিল গেরুয়া শিবির ৷ পাশাপাশি কঠিন সেই লড়াইয়ের দুই সৈনিকের যাতে বিধানসভার যাওয়ার বিকল্প রাস্তা তৈরি থাকে, সেই ব্যবস্থাও করে রেখেছে মোদি-শাহের দল ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, চামরাজনগর ও বরুণা দু’টি আসনই চামরাজনগর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে ৷ দু’টি আসনেই লিঙ্গায়েতদের সংখ্যাধিক্য রয়েছে ৷ দুই আসনেই লিঙ্গায়েত নেতা সোমানার উপর ভরসা রেখেছে বিজেপি ৷ তবে বিজেপির অন্দরের খবর, সোমানা নিজের জন্য ও ছেলের জন্য দু’টিকিট চেয়েছিলেন ৷ বদলে বিজেপি তাঁর নাম দু’টি আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ৷

রাজনৈতিক মহল বলছে যে এই সিদ্ধান্তের মাধ্যমে বিজেপি আসলে এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছে ৷ কারণ, বরুণা ও চামরাজনগর দু’টো আসনই কংগ্রেসের দখলে ৷ তাই এই দুই আসনে জিততে পারলে কংগ্রেসকে অনেকটাই কোণঠাসা করতে পারবে গেরুয়া শিবির ৷ যা আদতে লোকসভা নির্বাচনের সময় সুফল দিতে পারে ৷ পাশাপাশি সোমানা যদি দু’টি আসনেই জিতে যান, তাহলে উপ নির্বাচনে তাঁর ছেলের প্রার্থী হওয়ার পথ প্রশস্ত থাকবে ৷

অন্যদিকে চামরাজনগরের হানুর আসন থেকে কংগ্রেসের আর নরেন্দ্রর বিরুদ্ধে লড়াই করবেন বিজেপির ড. প্রীতম নাগাপ্পা ৷ এছাড়া কোল্লেগালার বিধায়ক এন মহেশ ও গুন্ডুলপেটের বিধায়ক নিরঞ্জন কুমারকে ওই আসনের জন্যই আবার প্রার্থী করেছে বিজেপি ৷ আর প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার ছেলে বি ওয়াই বিজেন্দ্রকে প্রার্থী করা হয়েছে শিকারিপুরা থেকে ৷ বর্ষীয়ান নেতা আনন্দ সিংয়ের ছেলে সিদ্ধার্থ সিংকে প্রার্থী করা হয়েছে বিজয়নগর থেকে ৷

আরও পড়ুন: গুজরাত মডেল ও আমুল ব্র্যান্ড দিয়ে বিজেপি কি কর্ণাটকের নির্বাচনে জিততে পারবে ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.