ETV Bharat / bharat

IPS Officer Accuses DG of Harassment: 'রোজ গালিগালাজ ডিজির', ছুটিতে যেতে চান বিহারের শীর্ষ আইপিএস অফিসার

author img

By

Published : Feb 10, 2023, 12:48 PM IST

Updated : Feb 10, 2023, 3:00 PM IST

ডিজি তাঁকে রোজ গালিগালাজ করেন ৷ এই অভিযোগ করে ছুটিতে যেতে চাইলেন বিহারের (Bihar Senior IPS officer) শীর্ষ আইপিএস অফিসার বিকাশ বৈভব (IPS Officer Accuses DG of Harassment)৷

Bihar IPS Officer ETV bharat
বিহারের শীর্ষ আইপিএস অফিসার

পটনা, 10 ফেব্রুয়ারি: বিহার (Bihar Senior IPS officer) পুলিশের প্রধানের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনলেন শীর্ষ আইপিএস অফিসার বিকাশ বৈভব (IPS Officer Accuses DG of Harassment)৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযোগে সরব হন তিনি ৷ যদিও ওই আইপিএস অফিসার পরে সেই পোস্টটি মুছে ফেলেছেন বলে জানিয়েছে একটি সূত্র ৷ ক্ষোভ প্রকাশ করে বিকাশ বৈভব (Vikas Vaibhav) জানান যে, তাঁর সেরাটা দেওয়ার পরেও তিনি ডিজি ম্যাডাম শোভা ওহটকারের হেনস্থার শিকার হচ্ছেন (IPS officer wants to go on leave)৷

ডিজির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আইপিএস অফিসারের: বর্তমানে বিকাশ বৈভব হোম গার্ড এবং দমকলের ইন্সপেক্টর জেনারেল (আইজি)-এর পদে রয়েছেন । সূত্র জানিয়েছে, বৈভবের সঙ্গে ডিজির সম্পর্ক ভালো ছিল না । নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করে বৈভব বলেন, "ভালো কাজ করা সত্ত্বেও আমি মানসিক হেনস্থার সম্মুখীন হচ্ছি ।" ডিজি ম্যাডাম ওহাটকর তাঁকে গালিগালাজ করেন বলে অভিযোগ করে ক্ষুব্ধ আইপিএস অফিসার বলেন যে, "আমার কাছে তাঁর (ডিজি) খারাপ কথার রেকর্ডিং আছে ।"

ডিজির গালিগালাজের রেকর্ড আছে বলে দাবি: বৈভব তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছেন, "আমি 2022 সালের 18 অক্টোবর হোমগার্ড এবং ফায়ার সার্ভিস বিভাগের আইজি হিসেবে দায়িত্ব গ্রহণ করি । তারপর থেকে আমি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমার নতুন দায়িত্ব পালন করছিলাম । কিন্তু আমার নতুন পদে যোগদানের পর থেকে ডিজি ম্যাডামের অসংসদীয় ভাষার সম্মুখীন হয়েছি । এটা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে । একটা রেকর্ড করা মেসেজ আমার কাছে আছে । খুবই হতাশ বোধ করছি । প্রতিদিনের এই কষ্ট থেকে বেরিয়ে আসার কথা ভাবছি ।"

আরও পড়ুন: বিরোধীরা কুকথা বললে তো আর রসগোল্লা ছুড়ব না : নির্মল ঘোষ

ছুটিতে যেতে চান অফিসার: তাঁর আরেকটি টুইটে তিনি আরও আবেগপ্রবণ হয়ে লেখেন যে, "এই পৃথিবী একটি মায়া এবং আমরা এখানে আমাদের দায়িত্ব পালন করতে এসেছি । পার্থিব দায়িত্ব পালন করার সময় মাঝপথে বাধা আসছে । কিন্তু এই জাগতিক বন্ধন থেকে বেরিয়ে আসতে চাই । সর্বোপরি আপনি বিমূর্ত মনকে মায়াময় জগৎ থেকে বেরিয়ে আসা থেকে থামাতে পারবেন না ।"

পুলিশের শীর্ষ কর্তাদের মুখে কুলুপ: ইটিভি ভারতের সঙ্গে ফোনে কথা বলার সময় বৈভব বলেন, 'আমার আজকাল মন খারাপ । আমার টুইটার হ্যান্ডেলে সে কথা লিখেছি । কিন্তু পরে বুঝলাম এটা করা উচিত হয়নি । তাই অবিলম্বে পোস্টটি মুছে ফেলি ।" এ বিষয়ে জানার জন্য রাজ্যের অন্যান্য শীর্ষস্থানীয় পুলিশ কর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ এই নিয়ে মুখ খুলতে চাননি ।

বিহারে সাম্প্রতিক কালে দ্বিতীয় এমন ঘটনা: সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এমন ঘটনা বিহারে এই নিয়ে দ্বিতীয়বার দেখা গেল ৷ শীর্ষ আইএএস অফিসার কেকে পাঠকের ভিডিয়ো গত সপ্তাহে ভাইরাল হয়েছিল ৷ যেখানে একটি সভায় তাঁকে জুনিয়রদের গালিগালাজ করতে দেখা গিয়েছে ।

Last Updated : Feb 10, 2023, 3:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.