ETV Bharat / bharat

Rave Party: সাপের বিষ নিয়ে রেভ পার্টির আয়োজন, এফআইআর দায়ের বিগ বস জয়ী এলভিস যাদবের বিরুদ্ধে

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 10:59 PM IST

Updated : Nov 4, 2023, 5:06 PM IST

রেভ পার্টিতে সাপের বিষ দিয়ে নেশার অভিযোগ বিগ বসে’র মঞ্চে বিজয়ী ও সোশাল মিডিয়া সেনসেশন এলভিস যাদবের বিরুদ্ধে ৷ অভিযোগ অস্বীকার এলভিস যাদবের ৷

Rave Party
গ্রেফতার বিগবস জয়ী ওটিট -2র এলভিস যাদব

হায়দরাবাদ, 3 নভেম্বর: রেভ পার্টি নিয়ে বিতর্কে বিগবস জয়ী সোশাল মিডিয়া সেনসেশন এলভিস যাদব ৷ তাঁর বিরুদ্ধে এবার সাপের বিষ নিয়ে রেভ পার্টি করার অভিযোগ ৷ যদিও ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেলে অভিযোগ অস্বীকার করেছেন এলভিস যাদব ৷ তদন্তে সহযোগিতা করতেও প্রস্তুত বলে তিনি জানিয়েছেন ৷

এলভিস যাদবের বিরুদ্ধে মামলা: শুক্রবারের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যাদব-সহ আরও 5 অভিযুক্ত আছে ৷ তাদের বিরুদ্ধে দিল্লি এনসিআর এলাকায় সাপের বিষ দিয়ে নেশার করার অভিযোগ ৷ নিষিদ্ধ মাদক সেবন আইনে অভিযুক্তদের বিরুদ্ধে নয়ডা পুলিশ মামলা রুজু করেছে ৷ এই পার্টি থেকে 20 মিলি লিটার সাপের বিষ, পাঁচটি কোবরা-সহ 9টি সাপ উদ্ধার হয়েছে এই রেভ পার্টি থেকে ৷ সেইসঙ্গে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

ইতিমধ্যেই বিজেপি সাংসদ মানেকা গান্ধি অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ৷ তিনি তাঁর স্বেচ্ছাসেবী সংগঠন পিপল ফর অ্যানিম্যালসের তরফ থেকে একটি মামলাও করেছেন অভিযুক্ত এলভিস যাদবের বিরুদ্ধে ৷ মানেকা গান্ধির দাবি, তাঁর দল আগে থেকেই আন্দাজ করেছিল একটি রেভ পার্টি করা হচ্ছে ৷ সেখানে মাদক হিসাবে সাপের বিষ থাকবে ৷ সেই মতোই নজরদারি চলছিল ৷ তারাই পুলিশে খবর দেয় ৷ প্রাণীগুলির সঙ্গে ঘৃণ্য আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি ৷

বিজেপি সাংসদ আরও বলেন, "রাহুল নামে এক এজেন্টের মাধ্যমে এই রেভ পার্টির আয়োজন করা হয়েছিল বলে জানা গিয়েছে ৷ তার মাধ্যমে সকলে এই পার্টিতে আমন্ত্রিত ছিল ৷" অভিযোগ একটি ফার্ম হাউসে এলভিস ও তাঁর কয়েকজন সঙ্গী সাপের সঙ্গে একটি ভিডিয়ো শ্যুট করেছে ৷ "পিপল ফর অ্যানিম্যালস-এ প্রাণী কল্যাণ অফিসার হিসাবে কর্মরত গৌরব গুপ্তা একটি অভিযোগ দায়ের করেছেন যাদবের বিরুদ্ধে ৷ সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করেছে ৷

আরও পডু়ন: বাঘের নখের লকেট পড়ায় গ্রেফতার 'বিগ বস' প্রতিযোগী!

এলভিস যাদব অভিযোগ অস্বীকার করেছেন: যাদব অভিযোগ অস্বীকার করেছেন এবং মিডিয়াকে অনুরোধ করেছেন যে ‘‘কোনও প্রমাণ ছাড়া’’ তার বিরুদ্ধে যেন কিছু প্রকাশ না হয় । তিনি বলেন, "দয়া করে আমার নাম নষ্ট করবেন না এবং আমার বিরুদ্ধে যত অভিযোগই হোক না কেন, তাতে আমার কিছু করার নেই ।" তিনি মানেকা গান্ধিকে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে লেখেন যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন ৷ ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত হন ৷

Last Updated :Nov 4, 2023, 5:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.