ETV Bharat / bharat

Archana Gautam Gets Death Threat: অর্চনা গৌতমকে হত্যার হুমকি প্রিয়াঙ্কার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের !

author img

By

Published : Mar 8, 2023, 4:51 PM IST

বিগ বস 16 খ্যাত অর্চনা গৌতমের (Archana Gautam Gets Death Threat) বাবা অভিযোগ করেন যে, কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরার পিএ সন্দীপ সিং তাঁর মেয়েকে প্রাণনাশের হুমকি দিয়েছেন ।

Archana Gautam
অর্চনা গৌতম

মেরঠ, 8 মার্চ: কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সন্দীপ সিং তাঁকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ তুললেন অভিনেত্রী অর্চনা গৌতম (Archana Gautam Gets Death Threat)৷ তাঁর বাবা গৌতম বুদ্ধ প্রিয়াঙ্কার পিএ-র বিরুদ্ধে পারতাপুর থানায় মামলা করেছেন ।

থানায় অভিযোগ অর্চনার বাবার: বিতর্কিত রিয়েলিটি শো বিগ বস 16-এ তাঁর স্টিং করার পরই দেশজুড়ে পরিচিত হন অর্চনা গৌতম (Priyanka Gandhi PA gives death threat to Archana)৷ তাঁর বাবা অভিযোগ করেছেন যে, প্রিয়াঙ্কা গান্ধি বঢরার ব্যক্তিগত সহকারী সন্দীপ তাঁর মেয়ের সঙ্গে "দুর্ব্যবহার" করেছেন ৷ তিনি জানান, প্রিয়াঙ্কার আমন্ত্রণে কংগ্রেসের সাধারণ সম্মেলনে যোগ দিতে 2023 সালের 26 ফেব্রুয়ারি ছত্তিশগড়ের রায়পুরে গিয়েছিলেন অর্চনা । যখন তিনি প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করার জন্য পিএ সন্দীপ সিং-এর কাছে সময় চান, তখন তিনি তাতে রাজি হননি এবং তাঁকে জাতপাত নিয়ে খারাপ কথা বলেন বলে অভিযোগ ৷

'হত্যার হুমকিও দেন প্রিয়াঙ্কার পিএ': অর্চনার বাবার অভিযোগ, "তিনি অর্চনাকে প্রিয়াঙ্কা গান্ধির সঙ্গে পরিচয় করিয়ে দিতে অস্বীকার করেন । অর্চনার সঙ্গে অভদ্রভাবে কথা বলার সময় তিনি বর্ণবিদ্বেষমূলক শব্দ এবং অশালীন ভাষা ব্যবহার করেন । পাশাপাশি তিনি অর্চনাকে হত্যার হুমকিও দেন ৷" অর্চনা গৌতম নিজেও ফেসবুক লাইভে এই তথ্য জানিয়েছেন ।

আরও পড়ুন: আবগারি দুর্নীতি মামলায় ইডির সমনের পর বিজেপিকে তোপ কবিতার

তদন্ত শুরু হয়েছে: মেরঠ সিটির পুলিশ সুপার পীযূষ সিং জানিয়েছেন, অর্চনা গৌতমের বাবার অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে । তিনি বলেন, প্রাক্তন বিগ বস প্রতিযোগী এবং কংগ্রেস নেত্রী অর্চনা গৌতমকে হুমকি দেওয়ার অভিযোগে কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধি বঢরার পিএ-র বিরুদ্ধে এফআইআর করা হয়েছে ৷" এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন ৷ মেরঠ পুলিশ সন্দীপ সিংয়ের বিরুদ্ধে পারতাপুর থানায় 504, 506 এবং এসসি, এসটি আইনে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.