ETV Bharat / bharat

কোরোনা : এক্স-রে পদ্ধতিতে অ্যান্টিবডি তৈরির পথ খুঁজছেন বিজ্ঞানীরা

author img

By

Published : May 22, 2020, 2:41 PM IST

অ্যান্টিবডি কীভাবে স্পাইক প্রোটিনকে বাধা দেয় এবং এটি পুনরুৎপাদনের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে, তা জানতে বিস্তর গবেষণা চালিয়েছেন এই গবেষকদের দল । তাঁদের পর্যবেক্ষণ বলছে, কোরোনায় সুস্থ হওয়া রোগীর শরীর থেকে পাওয়া অ্যান্টিবডিগুলি অন্য শরীরের কোষগুলিতে কোরোনা প্রবেশে বাধা দিচ্ছে ।

ছবি
ছবি

হায়দরাবাদ, 22 মে : গোটা বিশ্বে কোরোনা মোকাবিলায় ভ্যাকসিন তৈরির প্রচেষ্টা চালাচ্ছে বিজ্ঞানীরা । এই পরিস্থিতিতে ভির বায়োটেকনোলজির ডেভিড কর্টি ও ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ডেভিড ভিসলারের নেতৃত্বে গবেষকদের এক আন্তর্জাতিক দল দিনরাত কাজ করে চলেছেন । তাঁরা কোরোনার অ্যান্টিবডিগুলিকে সনাক্তকরণ ও নিউট্রালাইজ়িংয়ের কাজ করে চলেছেন । যা কোরোনার চিকিৎসা বা চিকিৎসা পরবর্তী থেরাপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ।

এই অ্যান্টিবডি কীভাবে স্পাইক প্রোটিনকে বাধা দেয় এবং এটি পুনরুৎপাদনের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে, তা জানতে বিস্তর গবেষণা চালিয়েছেন এই গবেষকদের দল । বর্তমান গবেষণার জন্য দলটি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ও ম্যাবেল বেকম্যান ক্রিওম সেন্টারের ক্রিও-ইলেকট্রন মাইক্রোস্কোপি (cryo-EM) এবং

ক্রিস্টালোগ্রাফি ALS বিমলাইন 5.0.2 এ সঞ্চালিত এক্স রের ব্য়বহার করেছিল । এই পরীক্ষাপদ্ধতি পরিচালনা করতে সাহায্য করেছিল বার্কলে সেন্টার ফর স্ট্রাকচারাল বায়োলজি (BCSB) ।

গবেষক দলের সর্বশেষ পর্যবেক্ষণ বলছে, কোরোনায় সুস্থ হওয়া রোগীর শরীর থেকে পাওয়া অ্যান্টিবডিগুলি অন্য শরীরের কোষগুলিতে কোরোনা প্রবেশে বাধা দিচ্ছে । এই গবেষণায় লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবরেটরির (বার্কলে ল্যাবস) অ্যাডভান্সড লাইট সোর্স (ALS) থেকে তথ্য সংগ্রহ করেছেন গবেষকরা । অন্যদিকে, পরিবেশের উপর প্রকাশিত হওয়া এই সপ্তাহের এক সমীক্ষাতেও বিজ্ঞানীরা বলছেন, অ্যান্টিবডি ডেভেলপমেন্টের পথ ধীরে ধীরে ত্বরান্বিত হচ্ছে।

গতবছরের শেষের দিকে কোরোনার সন্ধান মেলার পর থেকেই ভিসলার ও তাঁর সহযোগীরা 2003 এবং 2013 সালে SARS এবং MERS থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে থেকে অ্যান্টিবডিগুলির সনাক্তকরণ ও নিউট্রালাইজ়িংয়ের কাজ শুরু করেছিলেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.