ETV Bharat / bharat

দেশে দৈনিক সংক্রমণ  45 হাজারের নিচে, কমল মৃত্যুর সংখ্যাও

author img

By

Published : Nov 13, 2020, 10:39 AM IST

Updated : Nov 13, 2020, 10:44 AM IST

গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 44 হাজার 878 জন । মৃত্যু হয়েছে 547 জনের ৷

COVID-19
COVID-19

দিল্লি, 13 নভেম্বর : দেশে ফের কমল দৈনিক সংক্রমণের সংখ্যা । গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 44 হাজার 878 জন । গতকাল এই সংখ্যাটা ছিল 47 হাজার 905 ।

এই নিয়ে দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল 87 লাখ 28 হাজার 795 ৷ সক্রিয় আক্রান্ত 4 লাখ 84 হাজার 547 জন ৷ কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 547 জনের ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 550 ৷ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 1 লাখ 28 হাজার 688 ৷

গত 24 ঘণ্টায় 49 হাজার 79 জন সুস্থ হয়ে উঠেছে ৷ মোট সুস্থ হয়ে উঠেছে 81 লাখ 15 হাজার 580 জন ৷

দেশের মধ্যে আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে ক্রমাগত বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা ৷ মোট 17 লাখ 36 হাজার 329 জন আক্রান্ত হয়েছে ৷ সুস্থ হয়েছে মোট 16 লাখ 5 হাজার 64 জন ৷ এরপর দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক ও তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ৷ কর্নাটকে মোট আক্রান্ত 8 লাখ 55 হাজার 912 জন ৷ যেখানে অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্ত 8 লাখ 49 হাজার 705 জন ৷

Last Updated : Nov 13, 2020, 10:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.