ETV Bharat / bharat

ভারতীয় এবং ভারতীয় সংস্থাগুলির জন্য যা সম্ভব হয় করব : অনুরাগ ঠাকুর

author img

By

Published : Jun 4, 2020, 4:44 PM IST

Anurag Thakur
অনুরাগ ঠাকুর

ETV ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর পরিযায়ী ইশু, ব্যাঙ্কের নন পারফর্মিং অ্যাসেট, MSME নিয়ে কথা বলেছেন এবং অর্থনীতির প্রকৃত সমস্যা নিরাময়ে 20 লাখ কোটি টাকার প্যাকেজ ব্যর্থ হয়েছে, এই সমালোচনার বিরুদ্ধেও জবাব দিয়েছেন ৷

দিল্লি : এমন একটা সময়, যখন ক্রমাগত GDP হ্রাস হয়ে যাওয়া এবং প্রায় ৬০ দিনের লকডাউনের জন্য দেশের অর্থনীতি গভীর সমস্যার মুখে পড়েছে, তখন এই সংকটের মধ্যে সুযোগ দেখতে পাচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ লকডাউন পরবর্তী সময়ে অর্থনীতিকে নতুন করে চাঙ্গা করতে এবং আত্মনির্ভর ভারত তৈরির লক্ষ্যে পৌঁছতে অর্থমন্ত্রক 20 লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজ এবং নীতি সংস্কারের ঘোষণা করেছে ৷ ETV Bharat-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর পরিযায়ী ইশু, ব্যাঙ্কের নন পারফরমিং অ্যাসেট, MSME নিয়ে কথা বলেছেন এবং অর্থনীতির প্রকৃত সমস্যা নিরাময়ে 20 লাখ কোটি টাকার প্যাকেজ ব্যর্থ হয়েছে, এই সমালোচনার বিরুদ্ধেও জবাব দিয়েছেন ৷

আমরা বর্তমানে পরিযায়ী সংকটের মুখোমুখি হচ্ছি ৷ সে দিকে তাকিয়ে দেখতে হবে, শ্রমিকরা যেখানে রয়েছেন সেখানেই থাকুন, এই আস্থা তৈরি করতে কি কেন্দ্রীয় সরকার ব্যর্থ হয়েছে ? পরিযায়ী শ্রমিকদের সরাসরি নগদ টাকা দেওয়ার বিষয়ে আপনার মত কী ?

অতিথি শ্রমিকদের যত্ন নেওয়ার প্রাথমিক দায়িত্ব হল যে রাজ্যে তাঁরা আছেন সেই রাজ্যের এবং যে রাজ্যে তাঁদের বাড়ি সেই রাজ্যের ৷ উভয়পক্ষকেই এই অনিশ্চিত সময়ের মধ্যে সমন্বয় তৈরি করতে হবে এবং সহায়তা দেওয়ার ব্যবস্থা করতে হবে । কেন্দ্রীয় সরকারের ভূমিকা হল ট্রেনে যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করা এবং বিনামূল্যে খাবার ও জল সরবরাহ করা । আমরা 3840 টি শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়েছি এবং 52 লাখেরও বেশি যাত্রী তাঁদের গন্তব্যে পৌঁছেছেন । এখনও পর্যন্ত রেল শ্রমিক স্পেশাল ট্রেনে যাত্রীদের জন্য 85 লাখ খাবার এবং 1.25 কোটি জলের বোতল সরবরাহ করেছে । আমরা আট কোটি অতিথি শ্রমিকদের জন্য পাঁচ কেজি করে খাদ্যশস্য এবং পরিবার পিছু এক কেজি করে ডাল দিতে 3500 কোটি টাকার ব্যবস্থা করেছি ৷ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজটি সমাজের দুর্বল অংশের জন্যই ছিল ।

সরকার কি আর্থিক সমস্যার কারণে বেতনভুক্ত শ্রেণি ও মধ্যবিত্তকে সরাসরি কোনও কর ছাড়ের সুবিধা দেবে ?

MSME হল ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড । এটি 120 মিলিয়ন লোককে কর্মসংস্থান দেয় এবং ভারত থেকে সামগ্রিক রপ্তানির প্রায় 45 শতাংশ এই ক্ষেত্র থেকেই হয় ৷ সমস্তরকম আলোচনার পর কেন্দ্রীয় সরকার MSME-গুলির জন্য তিন লাখ কোটি টাকার তহবিল তৈরি করেছে এবং ব্যাঙ্ক ও NBFC-গুলি থেকে 100 শতাংশ ক্রেডিট গ্যারান্টি ও জামানত ছাড়া ঋণ দেওয়ার ব্যবস্থা করেছে ৷ মধ্যবিত্তদের হাতে আরও নগদের জোগান দিতে TDS 25 শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে ৷ এর ফলে বাজারে 50 হাজার কোটি টাকার অন্তর্ভুক্তি নিশ্চিত হয়েছে ৷ আর এই ছাড় 2021 সালের 31 মার্চ পর্যন্ত উপলব্ধ থাকবে ৷

20 লাখ কোটি টাকার রাজস্ব সংযোজন নিয়ে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেছেন, বাজেট বরাদ্দের থেকে অতিরিক্ত কিছু ব্যয় না হলে তাকে রাজস্ব সংযোজন বলা যাবে না ৷ এ সম্পর্কে আপনার মন্তব্য কী ?

দেশের সমস্ত অংশ যাতে এই প্যাকেজের আওতায় আসেন, সে ব্যাপারটা আমরা নিশ্চিত করেছি । এই মুহূর্তে অর্থনীতি যে সমস্যার মধ্য দিয়ে চলছে, তাতে আর্থিক প্যাকেজ অর্থনীতির দাবি মেটাতে সক্ষম হয়নি ৷ কয়েকজন অর্থনীতি এমনই ইঙ্গিত করেছেন ৷ এ সম্পর্কে আপনার মন্তব্য ৷ চাহিদা এবং সরবরাহ বিচ্ছিন্ন ভাবে কাজ করে না এবং সরবরাহের দিকের ব্যবস্থাগুলিও চাহিদাকে প্রভাবিত করে । জনগণকে আর্থিক ও অন্যান্য আয়ের সহায়তা দিলে গ্রাহকের চাহিদার উন্নতি হয় । ইতিমধ্যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা (PMGKY)-এর আওতায় প্রায় 41 কোটি মানুষ 52608 কোটি টাকার সহায়তা পেয়েছেন ৷ 18 হাজার কোটি টাকারও বেশি দেওয়া হয়েছে যা পৌঁছেছে 9 কোটি কৃষকের কাছে । জনধন অ্যাকাউন্ট রয়েছে এমন 20 কোটি মহিলা প্রথম কিস্তিতে 20 হাজার কোটি টাকা পেয়েছেন ৷ একই সঙ্গে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির (NSAP) আওতায় প্রায় 2.82 কোটি বয়স্ক মানুষ, বিধবা ও শারীরিক প্রতিবন্ধীদের দুই কিস্তিতে 2807 কোটি টাকা দেওয়া হয়েছে । 2.20 কোটিরও বেশি নির্মাণ শ্রমিক পেয়েছেন 3950 কোটি টাকা । আমরা পরবর্তী ছয় মাসের জন্য কর্মচারী এবং নিয়োগকারী সংস্থার তরফে দেওয়া 12 শতাংশ ও 12 শতাংশ টাকা প্রভিডেন্ট ফান্ডে দেওয়া হয়েছে ৷ এর মাধ্যমে 2500 কোটি মানুষের উপকার হয়েছে ৷ কৃষিক্ষেত্রে আমাদের ঐতিহাসিক সংস্কার ভারতজুড়ে কৃষকদের আয় বৃদ্ধি করতে সাহায্য করবে । এই সমস্ত পদক্ষেপ চাহিদাকে বৃদ্ধি করবে ৷

যখন নগদের যোগান নিশ্চিত করার জন্য অতিরিক্ত কিছু করা হচ্ছে, তখন কি অপ্রয়োজনীয় ঋণের জন্য ব্যাঙ্কের খারাপ স্বাস্থ্য এবং NPA-এর সংখ্যা আরও বাড়চ্ছে না ?

সরকার ব্যাংকগুলির স্বাস্থ্য সম্পর্কে ভালোভাবে সচেতন এবং যথাযথ আলোচনার পর আমাদের তরফে ব্যবস্থা ঘোষণা করা হয়েছে । বিভিন্ন সংস্থার জন্য যে 3 লাখ কোটি টাকার ঋণ নিশ্চিত করার ঘোষণা করা হয়েছে, সেখানে সরকারের তরফে আসল ও সুদের উপর 100 শতাংশ ক্রেডিট গ্যারান্টি এবং জামানত যাতে রাখতে না হয়, সেই ব্যবস্থা করা হয়েছে ৷

ভ্রমণ, পর্যটন, রপ্তানি ইত্যাদির মতো যে সমস্ত শিল্প এই COVID সংকটের জন্য গভীরভাবে প্রভাবিত হয়েছে, তাদের পুনর্জীবনের জন্য ভবিষ্যতে কোনও প্যাকেজ দেওয়ার পরিকল্পনা আছে কি ?

আমি জোর দিয়ে বলতে চাই যে পরিবহণ, পর্যটন, ভ্রমণ, রপ্তানি-সবই ব্যবসার মধ্যে পড়ে ৷ এর মধ্যে MSME-ও রয়েছে ৷ আমরা MSME-সহ সমস্ত ব্যবসার জন্য 3 লাখ কোটি প্যাকেজ বরাদ্দ করেছি । আমাদের ঘোষণা আপাতত বিরতি নিয়েছে ৷ তবে সংস্কার হল একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং আমরা যখন প্রয়োজন হবে, তখনই এই নিয়ে ব্যবস্থা গ্রহণ করা চালিয়ে যাব ।

প্যানডেমিক ছড়িয়ে যাওয়ার পর বেকারত্ব দ্রুত বাড়ছে । সরকার কি এই সমস্যা সমাধানের জন্য বিশেষ কোনও পরিকল্পনা করছে ? বিশেষ করে শহরাঞ্চলের জন্য ?

MSME-কে 3 লাখ কোটি টাকার প্যাকেজ দেওয়া হয়েছে, যাতে তারা বেতন দিতে পারে, কাঁচামাল কিনতে পারে এবং ঘুরে দাঁড়ানোর পথে নতুন করে লড়াই শুরু করতে পারে ৷ এমনকী গ্রামের মানুষদের জন্য MNREGA প্রকল্পে 1 লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ এর মাধ্যমে গ্রামের বাসিন্দা 300 কোটি মানুষের দৈনিক কাজ নিশ্চিত হয়েছে এবং তাঁরা যখন গ্রামে ফিরবেন, তখনও কাজ পাবেন ৷ এছাড়াও নতুন উপায় তৈরি হচ্ছে এবং নতুন ধরনের কাজও তৈরি হবে ৷ মোদি সরকার ভারতীয় এবং ভারতীয় সংস্থাগুলির জন্য যতটা সম্ভব হয়, ততটাই করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.