ETV Bharat / bharat

মহিলা, শিশু ও বয়স্কদের নিয়ে "উদ্বিগ্ন" WHO

author img

By

Published : Jun 14, 2020, 6:25 AM IST

who-concerned-about-covid-19-impact
who-concerned-about-covid-19-impact

মহিলা, শিশু ও বয়স্কদের নিয়ে "উদ্বিগ্ন" WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে স্বাস্থ্যের সুবিধার জন্য নতুন গাইড লাইন তৈরি করা হয়েছে।

জেনেভা, 13 জুন: COVID-19 এর প্রভাব সম্পর্কে মহিলা, শিশু ও বৃদ্ধদের নিয়ে "উদ্বিগ্ন" WHO। শুক্রবার জেনেভায় এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করেন WHO-এর ডিরেক্টর টেড্রোস আধানোম ঘেব্রেইয়েসাস। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, কোরোনা ভাইরাসের কারণে মৃত্যুর সংখ্যা বেশি। কিন্তু গোষ্ঠী গুলোতে COVID-19 –এর অপ্রত্যক্ষ প্রভাব তার থেকেও বেশি।

তিনি বলেন, “কোরোনার ফলে মহিলাদের গর্ভাবস্থা ও প্রসবকালীন জটিলতায় মৃত্যুর ঝুঁকি বেশি হতে পারে।” পাশাপাশি তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে স্বাস্থ্যের পরিকাঠামোগত সুবিধার জন্য নতুন গাইড লাইন তৈরি করা হয়েছে। এমনকি মহিলা, নবজাতক, শিশু ও বৃয়স্কদের পাশাপাশি সকলের প্রয়োজনীয় পরিষেবা বজায় রাখর জন্যও গাইড লাইন তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, স্তন্যপানের সময় মায়ের থেকে বাচ্চাদের মধ্যে COVID-19 স্থানান্তরের ঝুঁকি থাকতে পারে বলেই ধরা হয়। এপ্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, “COVID-19 সংক্রমণের সম্ভাব্য ঝুঁকির চেয়েও অনক বেশি প্রয়োজন স্তন্যপান করানো।” তিনি বলেন,“ যে সমস্ত মায়েদের COVID-19 হওয়ার সম্ভাবনা থাকে বা যাঁরা COVID-19 সংক্রমিত তাঁদের স্তন্যপান করানোর জন্য উৎসাহিত করতে হবে। তাঁরা যাতে সন্তানদের স্তন্যপান করাতে থাকেন এ বিষয়ে তাঁদের উৎসাহিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত মা খুব অসুস্থ না হয়ে পড়ছে ততক্ষণ পর্যন্ত তাঁদের সন্তানদের থেকে আলাদা করা যাবে না।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.