ETV Bharat / bharat

জিওর 1.34 শতাংশ অংশীদারিত্ব কিনতে 6,598 কোটি বিনিয়োগ করবে গ্লোবাল আটলান্টিক

author img

By

Published : May 17, 2020, 8:21 PM IST

ছবি
ছবি

রিলায়েন্স জিওর 1.34 শতাংশ অংশীদারিত্ব কিনতে চলেছে অ্যামেরিকার বিনিয়োগকারী সংস্থা গ্লোবাল আটলান্টিক ।

মুম্বই, 17 মে : রিলায়েন্স জিওর 1.34 শতাংশ অংশীদারিত্ব কিনতে চলেছে আন্তর্জাতিক বিনিয়োগকারী সংস্থা গ্লোবাল আটলান্টিক । এই অংশীদারিত্ব কিনতে 6,598 কোটি বিনিয়োগ করতে চলেছে এই সংস্থা ।

22 এপ্রিল ফেসবুক জিওতে 43,574 কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করে । 4 মে অ্য়ামেরিকার এক বেসরকারি ফার্ম সিলভার লেক 5,656 কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করে । পরে 8 মে, ভিস্তা ইক্যুইটি জিওতে 11,367 কোটি টাকার শেয়ার বিক্রির কথা ঘোষণা করেছে। তারপরই আজ এই রিলায়েন্সের তরফে এক বিবৃতিতে এই বিনিয়োগের কথা জানানো হয় ।

এবিষয়ে জেনেরাল আটলান্টিকের চিফ এগজ়িকিউটিভ অফিসার বিল ফোর্ড বলেন, "জিওতে ​​বিনিয়োগ নিয়ে আমরা উৎসাহিত। এক্ষেত্রে আমরা মুকেশ আম্বানির দৃষ্টিভঙ্গির সঙ্গে সহমত । মুকেশ বলেন, ভারতের অর্থনীতির সঙ্গে সঙ্গে সামগ্রিক বৃদ্ধিও ত্বরান্বিত করার ক্ষমতা আছে এই ডিজ়িটাল মাধ্যম ও সংযোগের। ভারতে ডিজ়িটাল বিপ্লবের সামনের সারিতে দাঁড়িয়ে রয়েছে জিও । এক্ষেত্রে তাদের অংশীদার হয়ে উঠলে, ভালো লাগবে ।"

বিনিয়োগে খুশি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়ের চেয়ারম্যান ও MD মুকেশ আম্বানি । তিনি বলেন, "একজন আন্তর্জাতিক বিনিয়োগকারী ও গুরত্বপূর্ণ অংশীদার জেনেরাল আটলান্টিক । তাকে স্বাগত জানাতে পেরে খুব খুশি। আমি জেনেরাল আটলান্টিককে কয়েক দশক ধরে জানি । ভারতের উন্নতির সম্ভাবনার প্রতি তারা যে বিশ্বাস রেখেছে । তার প্রশংসা করছি। প্রযুক্তিতে বিনিয়োগ ক্ষেত্রে জেনেরাল আটলান্টিকের 40 বছরের অভিজ্ঞতা ও নানা ব্যবসায়িক কৌশল থেকে আমরা উপকৃত হব ।" মুকেশ আম্বানির পাশাপাশি রিলায়েন্স জিওর ডিরেক্টর আকাশ আম্বানি বলেন, "আমরা খুব খুশি । ডিজ়িটাল ক্ষেত্রে ভারতকে শক্তিশালী করার যাত্রায় জেনেরাল আটলান্টিকের মতো নামী এক আন্তর্জাতিক বিনিয়োগকারী সংস্থা আমাদের অংশীদার হচ্ছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.