ETV Bharat / bharat

ছিঁড়তে গেলেন রুল বুক, কৃষি বিলের প্রতিবাদে ওয়েলে ডেরেক

author img

By

Published : Sep 20, 2020, 4:07 PM IST

Updated : Sep 20, 2020, 6:01 PM IST

রাজ্যসভায় ওয়েলে নেমে প্রতিবাদ
রাজ্যসভায় ওয়েলে নেমে প্রতিবাদ

"কেন্দ্র বলছে এটা ঐতিহাসিক দিন । সত্যিই এটা ঐতিহাসিক দিন, তবে সবথেকে নেতিবাচক দিক থেকে । তারা রাজ্যসভা টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে, যাতে মানুষ দেখতে না পারে কী হচ্ছে । রাজ্যসভা টিভিকে সেন্সর করা হচ্ছে ।" কৃষি বিল ইশুতে বললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন ।

দিল্লি, 20 সেপ্টেম্বর : লোকসভায় আগেই পাশ হয়েছিল কেন্দ্রের প্রস্তাবিত কৃষি সংক্রান্ত বিলগুলি । সেই নিয়ে নাটকও কম হয়নি লোকসভায় । এবার রাজ্যসভাতেও পাশ হয়ে গেল "বিতর্কিত" কৃষি বিল । ধ্বনি ভোটের মাধ্যমে পাশ হল কৃষি বিল । আর এর জেরেই তুলকালাম কাণ্ড রাজ্যসভার অধিবেশন কক্ষে । অধিবেশন চলাকালীনই ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণের মাইক ছিনিয়ে নেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন । রুল বুক ছিঁড়ে ফেলারও চেষ্টা করেন ।

রাজ্যসভার ওয়েলে নেমে কেন্দ্রের প্রস্তাবিত "বিতর্কিত" কৃষি বিলের তীব্র বিরোধিতা শুরু করেন তৃণমূল সাংসদ । বলেন, "সংসদীয় গণতন্ত্রকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে ।" হই হট্টগোলের জেরে 10 মিনিটের জন্য মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন ।

কৃষি সংক্রান্ত তিনটি বিল -- অত্যাবশ্যক পণ্য আইন সংশোধন,কৃষিজাত পণ্যের লেনদেন ও বাণিজ্যিক উন্নতি এবং কৃষিজাত পণ্যের মূল্যের ক্ষেত্রে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ণ, আগেই লোকসভায় পাশ হয়েছিল । আজ দ্বিতীয় ও তৃতীয় বিল দুটি রাজ্যসভার পেশ করা হয় । আর তখনই শুরু হয় গণ্ডগোল । তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনের নেতৃত্বে ওয়েলে নেমে প্রতিবাদ দেখান বিরোধীরা । তৃণমূলের তরফে বিল নিয়ে ভোটাভুটির দাবি তোলা হয় । এর জেরে মিনিট দশেকের জন্য মুলতুবি হয়ে যায় অধিবেশন । ফের অধিবেশন চালু হয়ে ধ্বনি ভোটের মাধ্যমে পাস হয় বিলগুলি ।

আরও পড়ুন : প্রতিবাদ-বিক্ষোভ উড়িয়ে রাজ্যসভায় পাশ কৃষি বিল

রাজ্যসভার অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে একটি ভিডিয়ো বার্তাও শেয়ার করেন তিনি । বলেন, " তারা (কেন্দ্র) প্রতারণা করছে । সংসদের প্রতিটি নিয়ম তারা ভাঙছে । কেন্দ্র বলছে এটা ঐতিহাসিক দিন । সত্যিই এটা ঐতিহাসিক দিন, তবে সবথেকে নেতিবাচক দিক থেকে । তারা রাজ্যসভা টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে, যাতে মানুষ দেখতে না পারে কী হচ্ছে । রাজ্যসভা টিভিকে সেন্সর করা হচ্ছে ।"

কৃষি বিলের প্রতিবাদে ওয়েলে ডেরেক

তিনি আরও বলেন, " প্রধানমন্ত্রী বলছেন 2022 সালের মধ্যে কৃষকদের রোজগার দ্বিগুণ হয়ে যাবে । কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, তাতে 2028-এর আগে তা হবে না । আপনার কথার কোনও বিশ্বাসযোগ্যতা নেই । MSP শুধু চারটি ইশুর মধ্যে একটি মাত্র । আমরা রাজ্যগুলির অধিকার, PDS ও তা কীভাবে কেনা হবে, তার জন্যও কৃষি বিলগুলির বিরোধিতা করছি ।"

ভিডিয়ো বার্তায় কৃষকদের স্বার্থ রক্ষার জন্য দলনেত্রীর 26 দিনের অনশনের কথাও স্মরণ করিয়ে দেন তিনি । কৃষকদের স্বার্থের কথা যে তৃণমূলের কাছে সব সময় প্রথমে, তা আবারও মনে করিয়ে দেন ।

অন্যদিকে ডেরেককে পালটা দিয়েছেন বাংলার BJP সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় । তাঁর কথায়, “বিলে কোথাও কৃষকদের স্বার্থের পরিপন্থী একটি কথাও বলা নেই । বাংলার মানুষ এর বদলা নেবে । দয়া করে বিলটি ভালো করে পড়ুন । কৃষক বিরোধী কিছুই নেই বিলে । বাংলায় গণতন্ত্রের হত্যা হচ্ছে । প্রতিদিন দু'জন করে মানুষকে হত্যা করা হচ্ছে বাংলায় ।”

Last Updated :Sep 20, 2020, 6:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.