ETV Bharat / bharat

দলবিরোধী কাজের জন্য বহিষ্কার সিন্ধিয়াকে : কে সি বেণুগোপাল

author img

By

Published : Mar 10, 2020, 2:23 PM IST

Updated : Mar 10, 2020, 4:45 PM IST

কংগ্রেস শিবিরের একাংশের অভিযোগ, মধ্যপ্রদেশের সরকার ভাঙার যে চেষ্টা BJP করছে, তাতে হাত মিলিয়েছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও ৷

image
ছবি

দিল্লি, 10 মার্চ : দলবিরোধী কাজের জন্যই কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ৷ বহিষ্কারের সিদ্ধান্তকে সম্মতি জানিয়েছেন কংগ্রেসের অন্তবর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের জারি করা এক বিবৃতিতে এই ঘোষণা করা হয়েছে ৷

কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধির কাছে পাঠানো নিজের ইস্তফাপত্রে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া লেখেন, "এবার এগিয়ে যাওয়ার সময় এসেছে ৷" ইস্তফাপত্রে তিনি আরও লেখেন, "বিগত 18 বছর ধরে দলের সঙ্গে আছি ৷ কিন্তু শেষ এক বছরে পরিস্থিতি অনেক বদলেছে ৷"

গতকাল 20 জন মন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা এবং 19 জন বিধায়কের বেঙ্গালুরু যাওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই সবথেকে বেশি আলোচিত হয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ তাঁকে ফোনে পাওয়া যাচ্ছিল না সংবাদমাধ্যকে জানিয়েছিলেন প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং ৷ বলেছিলেন, "আমরা সিন্ধিয়াজির সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছি ৷ কিন্তু আমাদের বলা হয়েছে তাঁর সোয়াইন ফ্লু হয়েছে ৷ তাই কথা বলা সম্ভব হয়নি ৷"

এরপর আজ সকালেই মধ্যপ্রদেশের BJP নেতা নরোত্তম মিশ্র জানিয়েছিলেন, "ভারতীয় জনতা পার্টিতে সকলকে স্বাগত ৷ আমরা তৃণমূল স্তরের কর্মীদেরও দলে নিই, সেখানে সিন্ধিয়াজি এত বড় মাপের নেতা ৷ তাঁকে অবশ্যই দলে স্বাগত ৷"

কিছুদিন আগেই কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং অভিযোগ করেছিলেন, BJP নেতা নরোত্তম মিশ্রের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মিলে বিধায়ক ভাঙানোর পরিকল্পনা করছেন ৷ এক-এক জন কংগ্রেস বিধায়ককে 25-35 কোটি টাকা করে দেওয়ার প্রলোভনও দেখানো হচ্ছে বলে অভিযোগ ছিল তাঁর ৷ গুরুগ্রামের যে হোটেল কংগ্রেসের বিধায়কদের দেখা গিয়েছিল, সেই হোটেল নরোত্তম মিশ্র ছিলেন বলে জানিয়েছিল সংবাদমাধ্যমের একাংশ ৷

কংগ্রেস শিবিরের একাংশের অভিযোগ, মধ্যপ্রদেশের সরকার ভাঙার যে চেষ্টা BJP করছে, তাতে হাত মিলিয়েছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও ৷

Last Updated : Mar 10, 2020, 4:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.