ETV Bharat / bharat

"অডিয়ো ক্লিপের কণ্ঠ আমার নয়", অভিযোগ অস্বীকার কেন্দ্রীয় মন্ত্রীর

author img

By

Published : Jul 17, 2020, 2:25 PM IST

Gajendra Singh Shekhawa
Gajendra Singh Shekhawa

কংগ্রেস বিধায়কের সঙ্গে কথোপকথনের অডিয়ো ক্লিপ প্রকাশ্যে আসার ভিত্তিতে অভিযোগ দায়ের হয় কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের বিরুদ্ধে । সেই অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

জয়পুর, 17জুলাই : অডিয়ো ক্লিপের কণ্ঠ তাঁর নয় । সবরকম তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত । তাঁর বিরুদ্ধে FIR দায়েরের পর বললেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত । ওই অডিয়ো ক্লিপকে ভুয়ো বলে দাবি করেছেন রাজস্থানের BJP সভাপতি সতীশ পুনিয়া । বলেন, মুখ্যমন্ত্রীর বাসস্থান ভুয়ো অডিয়োর কেন্দ্র হয়ে উঠছে । এমনকী কেন্দ্রীয় মন্ত্রীকেও এর মধ্যে টেনে আনা হয়েছে ।

অভিযোগ অস্বীকার করেছেন রাজস্থানের কংগ্রেস বিধায়ক চেতন দুদিও । বলেন, দলের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন বলে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে । আজ কংগ্রেসের তরফে যে দুইজন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে চেতন তাঁদের মধ্যেই একজন । ওই দুই বিধায়কই সচিন পাইলটের ঘনিষ্ঠ বলে পরিচিত ।

গতকাল একটি অডিয়ো ক্লিপ প্রকাশ্যে আসে । কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, BJP নেতা সঞ্জয় জৈন এবং কংগ্রেস বিধায়ক ভানওয়ার লাল শর্মার মধ্যে ফোনের কথোপকথন শোনা যায় । আজ সাংবাদিক বৈঠকে সেই প্রসঙ্গ টেনে আনেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা । তিনি বলেন, BJP-র ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে । তাঁদের কথোপকথনে এই বিষয়টি স্পষ্ট যে, বিধায়ক কেনা-বেচার পরিকল্পনা চলছিল । রাজস্থান সরকার ফেলার ষড়যন্ত্র করছে BJP । দুই কংগ্রেস বিধায়ককে সাসপেন্ড করা হয় । কংগ্রেসের তরফে তাঁদের শোকজ় নোটিশ পাঠানো হয় । গজেন্দ্র সিং শেখাওয়াত এবং ভানওয়ার লাল শর্মার বিরুদ্ধে দায়ের হয় FIR ।

সাংবাদিক বৈঠকের পর পরই স্পেশাল অপারেশনস গ্রুপের (SOG) কাছে অভিযোগ দায়ের করেন কংগ্রেসের মুখ্য সচেতক মহেশ জোশি । ওই অডিয়ো ক্লিপের ভিত্তিতে SOG-র তরফে দুইটি FIR দায়ের করা হয়েছে । স্পেশাল অপারেশনস গ্রুপের ADG অশোক রাঠোর বলেন, প্রথমে ওই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করতে হবে । তিনি বলেন, "মহেশ জোশি দু'টি অভিযোগ দায়ের করেছেন । গতকালের ভাইরাল হওয়ার অডিয়োটির ভিত্তিতেই এই অভিযোগ দায়ের করা হয় । 124A এবং 120B ধারায় দুইটি FIR দায়ের হয়েছে । ক্লিপটির সত্যতা যাচাই করতে হবে । " গতকাল সঞ্জয় জৈনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল । আজ তাঁকে ডেকে আবার জিজ্ঞাসাবাদ করা হয় । তাঁকে বারবার প্রশ্ন করে তথ্য জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.