ETV Bharat / bharat

মধ্যবিত্তের জন্য সুখবর, 5-10 লাখ বার্ষিক আয়ে আয়কর কমানোর প্রস্তাব

author img

By

Published : Aug 28, 2019, 10:52 PM IST

কর কাঠামো পুনর্বিন্যাসের প্রস্তাব দিয়েছে বিশেষ টাস্ক ফোর্স ৷ তাতে 5-10 লাখ বার্ষিক আয়ের ক্ষেত্রে আয়কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে ৷

ছবিটি প্রতীকী

দিল্লি, 28 অগাস্ট : ব্যক্তিগত করের ক্ষেত্রে মিলতে পারে বড়সড় ছাড় ৷ কর কাঠামোর পুনর্বিন্যাস করে আয়করের হার কমানোর প্রস্তাব দিল ডিরেক্ট ট্যাক্স টাস্ক ফোর্স ৷ ইতিমধ্যে সেই রিপোর্ট কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে জমা পড়েছে ৷ যদিও সেই রিপোর্ট জনসমক্ষে আনা হয়নি ।

1961 সালের আয়কর আইন খতিয়ে দেখতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করে কেন্দ্র ৷ নেতৃত্বে ছিলেন সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেশনের সদস্য অখিলেশ রঞ্জন ৷ 19 অগাস্ট সেই রিপোর্ট জমা দেয় টাস্ক ফোর্স ৷ সূত্রের খবর, তাতে ব্যক্তিগত কর কাঠামোর আমূল পরিবর্তনের সুপারিশ করা হয়েছে ৷ যাদের বার্ষিক আয় 5 লাখ থেকে 10 লাখ টাকা তাঁদের ক্ষেত্রে আয়করের মাত্রা 20 শতাংশ থেকে কমিয়ে 10 শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ একইভাবে, যাদের বার্ষিক আয় 10 লাখ থেকে 20 লাখ টাকা তাঁদের ক্ষেত্রেও আয়কর কমিয়ে 20 শতাংশ করার কথা বলা হয়েছে ৷ আগে যা ছিল 30 শতাংশ ৷ যাদের বার্ষিক আয় 20 লাখের বেশি থেকে 2 কোটি তাঁদের ক্ষেত্রে আয়কর অপরিবর্তিত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ অর্থাৎ পূর্ববর্তী 30 শতাংশ হারেই তাঁদের আয়কর দিতে হবে ৷

বর্তমানে দেশে তিনটি হারে আয়কর চাপানো হয় ৷ সেগুলি হল - 5, 20 ও 30 শতাংশ ৷ এবার পাঁচটি স্ল্যাব করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ তা হল- 5, 10, 20, 30 ও 35 শতাংশ ৷ উচ্চবিত্তের জন্য 35 শতাংশ আয়কর স্ল্যাবের প্রস্তাব দেওয়া হয়েছে ৷ অর্থাৎ বছরে যারা 2 কোটি টাকার বেশি আয় করেন, তাঁদের 35 শতাংশ কর দিতে হবে ৷ তবে, দিতে হবে না সারচার্জ ৷

অর্থনৈতিক মহলের বক্তব্য, মধ্যবিত্তের ক্রয়ক্ষমতা বাড়াতে ও অর্থনীতিকে চাঙ্গা করতেই কর কাঠামো পুনর্বিন্যাসের প্রস্তাব দেওয়া হয়েছে ৷

Bengaluru, Aug 28 (ANI): After a number of Congress leaders including Jairam Ramesh talked of constructive criticism of Prime Minister Narendra Modi, senior party leader and former union minister Veerappa Moily cautioned party members to not make any statement which will "demoralise" the grand old party. "Any leader including Jairam Ramesh shouldn't make any such statements which will demoralise the rank and file of Congress party especially when Rahul Gandhi ji is fighting for the cause of the party and also against policies of the present government," Moily told ANI.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.