ETV Bharat / bharat

বাবরি মামলায় রায়দানকারী অবসরপ্রাপ্ত বিচারকের নিরাপত্তার আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

author img

By

Published : Nov 3, 2020, 1:30 AM IST

Supreme court
সুপ্রিম কোর্ট

শীর্ষ আদালত জানিয়েছে, "30 সেপ্টেম্বর যে আবেদন করা হয়েছিল তা অনুধাবন করার পরে, আদালত নিরাপত্তার ব্যবস্থা এখনও চালিয়ে যাওয়া জরুরি মনে করছে না ।"

দিল্লি, 2 নভেম্বর : সেপ্টেম্বরে 28 বছর ধরে চলতে থাকা বাবরি মসজিদ ধ্বংসের মামলার নিষ্পত্তি হয়েছে । লালকৃষ্ণ আদবানি, মুরলি মনোহর জোশির মতো BJP নেতা-সহ 32 জনকে বেকসুর খালাস করেছে লখনউয়ের স্পেশাল কোর্ট । স্পেশাল কোর্টে মামলার রায় জানিয়েছিলেন বিচারক সুরেন্দ্রকুমার যাদব । এই সংবেদনশীল মামলার বিচারপ্রক্রিয়ায় জড়িত থাকার কারণে সুরেন্দ্রকুমার যাদব তাঁর ব্যক্তিগত নিরাপত্তার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে । আজ সেই আর্জি খারিজ করল শীর্ষ আদালত ।

প্রসঙ্গত, সুরেন্দ্রকুমার যাদবের 2019 সালেই অবসর নেওয়ার কথা ছিল । কিন্তু 2015 সাল থেকে বাবরি মসজিদ ধ্বংসের মামলার বিচারপ্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন তিনি । মামলার সংবেদনশীলতার কথা মাথায় রেখে বিচারক সুরেন্দ্রকুমার যাদবের মেয়াদ বাড়ানোর জন্য নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত । আদালতে তাঁর শেষ দিনে সুরেন্দ্রকুমার যাদব বাবরি মামলার রায় দিয়েছিলেন । অভিযুক্তদের বেকসুর খালাস করার নির্দেশ দিয়েছিলেন তিনি । বলেছিলেন, "সমাজবিরোধীর মসজিদ ভেঙেছিল । অভিযুক্ত নেতারা তাঁদের আটকানোর চেষ্টা করেছিলেন ।" তিনি তাঁর পর্যবেক্ষণে আরও বলেছিলেন, কেবল উসকানিমূলক বক্তৃতা দেওয়া কারও দোষী প্রমাণিত করার জন্য যথেষ্ট নয় ।

আরও পড়ুন : "উপযুক্ত প্রমাণ নেই", বাবরি রায়ে আদালতের 5 পর্যবেক্ষণ

এই সংবেদনশীল মামলার রায় দেওয়ার কারণে তাঁর ব্যক্তিগত নিরাপত্তার মেয়াদ বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অবসরপ্রাপ্ত বিচারক সুরেন্দ্রকুমার যাদব । আজ সকালে সেই আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট । শীর্ষ আদালত জানিয়েছে, "30 সেপ্টেম্বর যে আবেদন করা হয়েছিল তা অনুধাবন করার পরে, আদালত নিরাপত্তার ব্যবস্থা এখনও চালিয়ে যাওয়া জরুরি মনে করছে না ।"

আরও পড়ুন : বাবরি মসজিদ ধ্বংস পূর্ব-পরিকল্পিত ছিল না, বেকসুর খালাস 32 অভিযুক্ত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.