ETV Bharat / bharat

IED বিস্ফোরণে শহিদ এক CRPF জওয়ান, আহত ৬

author img

By

Published : Mar 18, 2019, 11:41 PM IST

IED বিস্ফোরণে শহিদ হলেন এক CRPF জওয়ান।

ফাইল ফোটো

রায়পুর, ১৮ মার্চ : IED বিস্ফোরণে শহিদ হলেন এক CRPF জওয়ান। জখম হন ছয় CRPF জওয়ান। ঘটনাটি ছত্তিশগড়ের দান্তেওয়াড়ার। আজ দান্তেওয়াড়ায় মাওবাদীদের সঙ্গে গুলি লড়াইয়ের সময় IED বিস্ফোরণ হয়।

সূত্রের খবর, আজ ২৩১ ব্যাটেলিয়নের CRPF জওয়ান ও রাজ্য পুলিশের একটি ইউনিট অরনরপুর এলাকায় পাহাড়া দিচ্ছেলেন। তখন মাওবাদীদের সঙ্গে তাদের গুলির লড়াই চলে। সেইসময় IED ঘটায় মাওবাদীরা।

আহতদের চিকিৎসার জন্য রায়পুর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। প্রসঙ্গত, ১৬ মার্চ বিশাখাপত্তনাম জেলায় পুলিশের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াইয়ে খতম হয় দুই জঙ্গি।


New Delhi, Mar 18 (ANI): A massive fire broke out at chemical factory at Swaran Park in New Delhi on Monday. 15 fire tenders rushed to the spot to douse the fire. No injuries or causalities have been reported so far. More details are awaited.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.