ETV Bharat / bharat

বেঙ্গালুরুতে ওয়াইসির CAA বিরোধী মঞ্চে পাকিস্তানপন্থী স্লোগান যুবতির

author img

By

Published : Feb 21, 2020, 4:04 AM IST

bengaluru
বেঙ্গালুরু

গতকাল বেঙ্গালুরুতে 'সংবিধান বাঁচাও'-র ব্যানারে CAA ও NRC বিরোধী সভায় ছিলেন আসাউদ্দিন ওয়াইসি । সেই মঞ্চেই ওই যুবতি 'পাকিস্তান জ়িন্দাবাদ' স্লোগান তোলেন । যুবতির নাম অমূল্য । তিনি পাকিস্তান জ়িন্দাবাদ বলতেই মঞ্চের অন্য প্রান্ত থেকে ছুটে আসেন ওয়াইসি । অমূল্যর হাত থেকে মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করেন ।

বেঙ্গালুরু, 21 ফেব্রুয়ারি : মঞ্চ থেকে তখন বেরিয়ে যাচ্ছিলেন AIMIM প্রধান আসাউদ্দিন ওয়াইসি ৷ আচমকা মঞ্চে এক যুবতি পাকিস্তান জ়িন্দাবাদ স্লোগান দেন ৷ তারপরই রীতিমতো শোরগোল পড়ে মঞ্চে ৷ যুবতির কাছ মাইক কেড়ে নেওয়ার চেষ্টা হয় ৷ ঘটনাটি বেঙ্গালুরুর । ওই যুবতির মন্তব্য়ের নিন্দা করেন ওয়াইসি । বলেন, "আমরা ভারতের" ।

গতকাল বেঙ্গালুরুতে 'সংবিধান বাঁচাও'-র ব্যানারে CAA ও NRC বিরোধী সভায় ছিলেন আসাউদ্দিন ওয়াইসি । সেই মঞ্চেই ওই যুবতি "পাকিস্তান জ়িন্দাবাদ" স্লোগান তোলেন । যুবতির নাম অমূল্য । তিনি পাকিস্তান জ়িন্দাবাদ বলতেই মঞ্চের অন্য প্রান্ত থেকে ছুটে আসেন ওয়াইসি । অমূল্যর হাত থেকে মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করেন । কিন্তু অমূল্য থেমে থাকেন না, বলতে থাকেন পাকিস্তান জ়িন্দাবাদ । মঞ্চে শোরগোল পড়ে যায় । অমূল্যর হাত থেকে মাইক কেড়ে তাঁকে থামানোর চেষ্টা চলে । অমূল্য বলতে থাকেন, হিন্দুস্তান জ়িন্দাবাদ এবং পাকিস্তান জ়িন্দাবাদের মধ্যে পার্থক্য হল...কথা শেষ হওয়ার আগেই পুলিশ এসে অমূল্যকে মঞ্চ নামিয়ে নেওয়া হয় । অমূল্যর বিরুদ্ধে 124(A) ধারায় রাষ্ট্রদোহিতার মামলা করা হয়েছে । প্রথমে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ । তারপর তাঁকে আদালতে তোলা হবে ।

সম্পূর্ণ ঘটনায় ওয়াইসি জানিয়েছেন, এই ঘটনায় তিনি বা তাঁর সংগঠন কোনওভাবে যুক্ত নয় । তিনি বলেন, "আমি বা আমার দল কোনওভাবেই তাঁর সঙ্গে যুক্ত নই । আমরা তাঁর সমালোচনা করছি । সভা উদ্যোগীদের তাঁকে ডাকা উচিত হয়নি । জানলে আমি এখানে আসতাম না । আমরা ভারতের । আমাদের শত্রু দেশ পাকিস্তানকে কখনওই আমরা সমর্থন করি না । আমরা ভারতকে সুরক্ষিত রাখতে চাই । আমাদের জন্য ভারত জ়িন্দাবাদ, ভারত জ়িন্দাবাদই বলব । "

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.