ETV Bharat / bharat

31 অগাস্টের মধ্যেই বাবরি মামলার রায় : সুপ্রিম কোর্ট

author img

By

Published : May 8, 2020, 4:55 PM IST

Updated : May 8, 2020, 9:44 PM IST

Supreme Court
সুপ্রিম কোর্ট

16:52 May 08

31 অগাস্টের মধ্যে বাবরি মামলার রায় জানাতে হবে । জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ।

দিল্লি, 8 মে : 31 অগাস্টের মধ্যে বাবরি মামলার রায় জানাতে হবে । জানিয়ে দিল সুপ্রিম কোর্ট । CBI আদালতকে এই মর্মে নির্দেশিকা পাঠাল শীর্ষ আদালত । 

বাবরি মসজিদ ধ্বংসের মামলার তদন্ত শেষে, CBI 49 জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেছিল । এদের মধ্যে 17 জনের বিচার চলাকালীনই মৃত্যু হয় । বাবরি মসজিদ ধ্বংসের মামলায় অভিযুক্তদের তালিকায় রয়েছেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানি, প্রবীণ BJP নেতা মুরলি মনোহর জোশী, বিনয় কুমার, উমা ভারতীসহ একাধিক প্রথম সারির রাজনীতিবিদ ।

এর আগে গতবছরের 9 নভেম্বর অযোধ্যায় রাম জন্মভূমি ও বাবরি মসজিদ সংক্রান্ত জমিজট মামলার রায় জানিয়েছিল সুপ্রিম কোর্ট ।

এক নজরে বাবরি মসজিদ ধ্বংস মামলা

মামলার শুরু হয় 2017 সালের মে মাসে । লালকৃষ্ণ আডবানি, মুরলি মনোহর জোশী, বিনয় কুমার, উমা ভারতীসহ একাধিক প্রথম সারির নেতার বিরুদ্ধে বাবরি মসজিদ ধ্বংসের পিছনে অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে চার্জশিট দাখিল হয়েছিল । অভিযোগ উঠেছিল রাজস্থানের প্রাক্তন রাজ্যপাল কল্যাণ সিংয়ের বিরুদ্ধেও । 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের সময়ে কল্যাণ সিং ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ।

মামলার বর্তমান পরিস্থিতি

এর আগে 2019 সালের 19 জুলাই আদালতের তরফে জারি করা এক নির্দেশনামায়, দুই পক্ষকেই ছয় মাসের মধ্যে সমস্ত সাক্ষ্যপ্রমাণ জমা করতে বলা হয়েছিল । পাশাপাশি বলা হয়েছিল, ন'মাসের মধ্যে রায় জানাতে হবে বলেও উল্লেখ করা হয়েছিল ।

আজ আদালতের তরফে জানানো হয়েছে, "ন'মাস সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত আদালতের কাছে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ জমা পড়েনি ।" সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, ইতিমধ্যেই পূর্বনির্ধারিত সময়সীমা পার করে গেছে । প্রয়োজনে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেও সাক্ষ্যপ্রমাণ জোগাড় করতে পারে ট্রায়াল কোর্ট । কিন্তু নির্ধারিত সময়সীমা যেন আর লঙ্ঘন না করা হয় । 

Last Updated :May 8, 2020, 9:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.