ETV Bharat / bharat

এক মাসেরও কম ব্যবধানে স্থায়ী আমানতে ফের সুদের হার কমাল SBI

author img

By

Published : Aug 23, 2019, 5:54 PM IST

Updated : Aug 23, 2019, 6:02 PM IST

ফিক্সড ডিপোজ়িট অর্থাৎ স্থায়ী আমানতে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

ফিক্সড ডিপোজ়িট অর্থাৎ স্থায়ী আমানতে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

দিল্লি, 23 অগাস্ট : মধ্যবিত্তের উদ্বেগ বাড়ল আরও খানিকটা ৷ ফের কোপ পড়ল স্বল্প সঞ্চয়ে ৷ এক মাসেরও কম সময়ের ব্যবধানে ফের ফিক্সড ডিপোজ়িট অর্থাৎ স্থায়ী আমানতে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)৷ সঞ্চয়ে সুদের হার 0.10 শতাংশ থেকে 0.50 শতাংশ পর্যন্ত কমাল SBI ৷ সাধারণের পাশাপাশি প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও কাটাছাঁট করা হয়েছে সুদের হার । নতুন নিয়ম কার্যকর হবে আগামী 26 অগস্ট থেকে ।

7 থেকে থেকে 45 দিনের জন্য বর্তমানে SBI সুদ দেয় 5 শতাংশ হারে । সেটা কমিয়ে করা হয়েছে 4.5 শতাংশ । এর পর 46 দিন থেকে 179 দিনের ক্ষেত্রে সুদের হার 5.75 থেকে কমে হয়েছে 5.50 শতাংশ । একই ভাবে 180 দিন থেকে এক বছরের কম মেয়াদের ক্ষেত্রে সুদের হার 6.25 থেকে কমে 6 শতাংশ হয়েছে । এক থেকে দু বছরের কম মেয়াদে 6.80 থেকে সুদের হার কমে হয়েছে 6.70 শতাংশ । এর পর দশ বছর পর্যন্ত যতগুলি ধাপ রয়েছে, সব ক্ষেত্রেই কমানো হয়েছে সুদের হার । 2 কোটি টাকার বেশি আমানতে আরও কমবে সুদ ৷ এবার 0.70 শতাংশ হারে সুদ কমল 2 কোটির বেশি আমানতে ৷

এর আগে 1 অগাস্ট সুদের হার কমানো হয় ৷ যাতে 179 দিনের ফিক্সড ডিপোজ়িটে সুদের হার 0.50 থেকে 0.75 শতাংশ কমিয়ে দেওয়া হয় ৷

Paris (France), Aug 23 (ANI): Prime Minister Narendra Modi met France Prime Minister Edouard Charles Philippe on August 23 in Paris. He is on his first leg of the three-nation tour to France, United Arab Emirates (UAE) and Bahrain. PM Modi is also scheduled to address the Indian diaspora in Paris and inaugurate a memorial for the Indian victims of the Air India crashes at Nid D'Aigle.
Last Updated : Aug 23, 2019, 6:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.