ETV Bharat / bharat

জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধন) বিল প্রত্যাহারে বিরোধিতা সৌগতর

author img

By

Published : Nov 27, 2019, 6:03 PM IST

Updated : Nov 27, 2019, 6:18 PM IST

সৌগত
ছবি

লোকসভার অধিবেশনে জম্মু ও কাশ্মীর সংরক্ষণ সংশোধন বিল প্রত্যাহার নিয়ে বিরোধিতা করলেন তৃণমূল সাংসদ সৌগত রায় ।

দিল্লি, 27 নভেম্বর : জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধন) বিল প্রত্যাহার নিয়ে বিরোধিতা করলেন তৃণমূল সাংসদ সৌগত রায় । বললেন, জম্মু ও কাশ্মীর অত্যন্ত সংবেদনশীল বিষয় । এক্ষেত্রে সম্পূর্ণ ও স্বচ্ছ ব্যাখ্যা দেওয়া উচিত ।

সৌগত রায় বলেন, "আমি, 111 বিধির অধীনে জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (দ্বিতীয় সংশোধন) বিল, 2019 প্রত্যাহারের বিরোধিতা করছি । আপনারা জানেন, 110 বিধির অধীনে বিল প্রত্যাহারের নির্দিষ্ট নিয়ম রয়েছে । এই বিল প্রত্যাহারের তিনটি শর্ত হল - (1) বিলের তালিকায় থাকা আইন সংক্রান্ত প্রস্তাব সরকারকে বাদ দিতে হবে (2) পুরোনো বিল সরিয়ে একটি নতুন বিল আনতে হবে । (3) নতুন বিলে অন্যান্য নিয়মগুলিও সংযুক্ত করতে হবে ।"

বিলটি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করে সৌগত রায়ের বক্তব্য, "এই বিলটি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণিগুলিকে সংরক্ষণ দিচ্ছিল । আজ বিল প্রত্যাহারের জন্য মন্ত্রীরা এগিয়ে এসেছেন । কিন্তু আমরা বিল প্রত্যাহারের কোনও নির্দিষ্ট কারণ পাইনি । বিলে কোনও ত্রুটি নেই । তাই 110 বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রীর ব্যাখ্যা করা উচিত কী কারণে তিনি বিলটি প্রত্যাহার করছেন ।"

আজ লোকসভা থেকে জম্মু -কাশ্মীর সংরক্ষণ বিলটি প্রত্যাহার করল কেন্দ্র । কারণ 370 ধারা প্রত্যাহারের পর অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীর সংরক্ষণ সংক্রান্ত কেন্দ্রীয় আইন এখন কেন্দ্রশাসত অঞ্চলগুলিতে প্রযোজ্য ।

24 জুন জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধনী) বিল 2019 পেশ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । জম্মু ও কাশ্মীর সংরক্ষণ আইন, (2004) সংশোধন করতে এবং 1 মার্চে প্রবর্তিত অধ্যাদেশে বদল আনতে বিলটি আনা হয়েছিল । এই আইনে সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের জন্য নিয়োগ এবং পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা ছিল ।

Mumbai, Nov 24 (ANI): NCP MLA Rohit Pawar and grand nephew of NCP Chief Sharad Pawar said, he is happy that Ajit Pawar has come back as he is a part of NCP and would work under his guidance. "We are happy that Ajit Pawar has come back. He is also here today. He is a part of NCP. Going forward, we would work under his guidance," said Rohit Pawar.
Last Updated :Nov 27, 2019, 6:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.