ETV Bharat / bharat

লকডাউনে মহিলাদের জন্য হেল্পলাইন পরিষেবা চালু RSS-র

author img

By

Published : Apr 25, 2020, 10:59 AM IST

RSS
RSS

RSS-র তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় । বিবৃতিতে জাননো হয়, 817-817-1234 নম্বরে চালু হয়েছে পরিষেবা । মহিলারা ফোন করতে পারেন । সাহায্য চাইতে পারেন । কাউন্সেলরের সঙ্গেও তাঁদের সমস্যা নিয়ে কথা বলতে পারেন ।

দিল্লি, 25 এপ্রিল : লকডাউনে মহিলাদের জন্য হেল্পলাইন নম্বর চালু করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) । মূলত কাউন্সেলিং এবং গাইডেন্সের জন্যই এই পরিষেবা । যে মহিলারা হেনস্থা এবং গার্হস্থ্য হিংসার শিকার হচ্ছেন, তাঁদের সহায়তার জন্য পরিষেবার কথা ভেবেছে RSS ।

RSS-র তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় । বিবৃতিতে বলা হয়, 817-817-1234 নম্বরে চালু হয়েছে পরিষেবা । মহিলারা ফোন করতে পারেন । সাহায্য চাইতে পারেন । কাউন্সেলরের সঙ্গেও তাঁদের সমস্যা নিয়ে কথা বলতে পারেন । এছাড়াও যাঁরা গার্হস্থ্য হিংসার শিকার তাঁরাও সাহায্যের জন্য এই নম্বরে ফোন করতে পারেন ।”

আইনজীবী প্রতীমা লকরা এই সংঘের সঙ্গে যুক্ত । তিনি এই বিষয়ে বলেন, “এই লকডাউন পিরিয়ডে যে মহিলারা সমস্যায় রয়েছেন তাঁদের দিশা দেখানো আমাদের লক্ষ্য । উপযুক্ত আইনি সাহায্যও করা হবে । এছাড়াও মেডিকেল পরিষেবা দেওয়ার চেষ্টা করা হবে । এই সময়েও মহিলাদের উপর হিংসার খবর সামনে আসে । RSS-র তরফে এই হেল্পলাইন পরিষেবা চালু করা হয়েছে । মূল লক্ষ্য নারীসুরক্ষা এবং ক্ষমতায়ন । ”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.