ETV Bharat / bharat

বিরোধী সাংসদদের আচরণে মর্মাহত, একদিনের অনশনে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান

author img

By

Published : Sep 22, 2020, 12:09 PM IST

রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু-কে একটি চিঠি লেখেন ডেপুটি চেয়ারম্যান ৷ সেখানে তিনি লেখেন, ’’20 সেপ্টেম্বরে রাজ্যসভায় যা হয়েছিল তার জন্য গত দু'দিন ধরে আমি বেদনা, কষ্ট এবং মানসিক যন্ত্রণায় আছি । রাতে ঘুমোতে পারছি না ৷ গণতন্ত্রের নামে বিরোধী দলের মাননীয় সদস্যরা হিংস্র আচরণ করেছিলেন । রুলবুক ছিঁড়ে আমার দিকে ছুড়ে দেওয়া হয়েছিল ।"

Deputy Chairman one day fast
Deputy Chairman one day fast

দিল্লি , 22 সেপ্টেম্বর : রাজ্যসভায় কৃষি বিলের বিরোধিতায় ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং-এর উপস্থিতিতে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান কয়েকজন সাংসদ । তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, AAP সাংসদ সঞ্জয় সিং, কংগ্রেস সাংসদ রিপুন বোরা ডেপুটি চেয়ারম্যানের মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে । সাংসদদের এই আচরণের বিরুদ্ধে এবার একদিনের অনশনে বসার কথা ঘোষণা করলেন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং ৷

এই বিষয়ে তিনি রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু-কে একটি চিঠি লেখেন ৷ চিঠিতে তিনি লেখেন, ’’20 সেপ্টেম্বরে রাজ্যসভায় যা হয়েছিল তার জন্য গত দু'দিন ধরে আমি বেদনা এবং মানসিক যন্ত্রণায় আছি । রাতে ঘুমোতে পারছি না ৷ গণতন্ত্রের নামে বিরোধী দলের মাননীয় সদস্যরা হিংস্র আচরণ করেছিলেন । রুলবুক ছিঁড়ে আমার দিকে ছুড়ে দেওয়া হয়েছিল । কয়েকজন সাংসদ টেবিলে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে অগণতান্ত্রিক ভাষা ব্যবহার করেছিলেন । আমি এটা বারবার ভাবছিলাম আর সে কারণে কিছুতেই ঘুমোতে পারছিলাম না ৷"

তিনি যে এই ঘটনায় খুবই মর্মাহত হয়েছেন, সেই বিষয়ে উল্লেখ করে লেখেন, ’’ আমি সংসদের সদস্যদের এরকম আচরণের পর আজ থেকে একদিনের অনশন করব ৷ যাতে তারা তাদের কাজের জন্য অনুশোচনা বোধ করেন ৷’’ রবিবার সাংসদরা তাঁর প্রতি যে আচরণ করেছেন সেই বিষয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ-কেও চিঠি লিখেছেন ডেপুটি চেয়ারম্যান ৷

গতকাল ডেপুটি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও এনেছিল বিরোধীরা ৷ কিন্তু তা খারিজ করে দেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.