ETV Bharat / bharat

এক ধাক্কায় 40 শতাংশ পরিষেবা খরচ বাড়াল জিও

author img

By

Published : Dec 2, 2019, 1:27 PM IST

Reliance Jio to raise mobile services
জিও

এক ধাক্কায় 40 শতাংশ পরিষেবা খরচ বাড়াল জিও। জিও গ্রাহকদের জন্য যা নিঃসন্দেহে অস্বস্তিকর । এই নতুন রেটের ফলে জিও কাস্টমার 300 শতাংশ বেশি সুবিধা পাবে । এই নয়া প্ল্যান ৬ ডিসেন্বর থেকে কার্যকর হবে । এর আগে ভারতী এয়ারটেল ও ভোডাফোন ৩ ডিসেন্বর থেকে নয়া প্ল্যান ঘোষণা করেছে । তাঁরা 42 শতাংশ রেট বৃদ্ধি করেছে ।

মুম্বাই, ৩০ ডিসেম্বর : কম খরচে ইন্টারনেট পরিষেবা দিয়ে দেশের বাজার দখল করে নেয় জিও । মার্কেট দখল করার পর জিও এবার এক ধাক্কায় 40 শতাংশ পরিষেবা খরচ বাড়াল । জিও গ্রাহকদের জন্য যা নিঃসন্দেহে অস্বস্তিকর ।


'অল ইন ওয়ান প্ল্যান' চালু করে ইন্টারনেট পরিষেবায় বড় রকম পরিবর্তন আনে জিও । আনলিমিটেড ভয়েস কল আর ডেটা ব্যবহারের সুযোগ দিয়ে সারা দেশে সবাইকে তাক লাগিয়ে দেয় মুকেশ আম্বানি গোষ্ঠী । 40 শতাংশ রেট বৃদ্ধি করলেও গ্রাহকদের এজন্য আশাহত হওয়ার কোনও কারণ নেই বলে জিও থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে । তাঁদের তরফ থেকে বলা হয়েছে "আমাদের কাছে কাস্টমারই প্রথম । এই নতুন রেটের ফলে জিও কাস্টমার 300 শতাংশ বেশি সুবিধা পাবে ।" এই নয়া প্ল্যান ৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে ।


টেলিকম সংস্থার তরফে জানানো হয়েছে, জিও টেলি যোগাযোগ ব্যবস্থা ও ভারতীয় অর্থনীতি ও ডিজিটাল পরিষেবা আরও শক্তিশালী করতে চায় ।
এর আগে ভারতী এয়ারটেল ও ভোডাফোন ৩ ডিসেন্বর থেকে নয়া প্ল্যান ঘোষণা করেছে । তাঁরা 42 শতাংশ রেট বৃদ্ধি করেছে ।

New Delhi, Dec 01 (ANI): Setting up a record, GST collections have registered a new high. The gross GST Revenue collection for November, 2019 is Rs 1,03,492 crore. CGST collection is Rs 19,592 crore, SGST is Rs 27,144 crore, IGST is Rs 49,028 crore (including Rs 20,948 crore collected on imports) and Cess is Rs 7,727 crore (including Rs 869 crore collected on imports). This comes after two months of negative growth. GST revenues have witnessed an impressive recovery with a positive growth.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.