ETV Bharat / bharat

বিশাল অঙ্কের ক্ষতি, কর্মীদের বেতন কাটছাঁটের পথে রিলায়েন্স

author img

By

Published : May 1, 2020, 2:00 AM IST

Reliance Industries
Reliance Industries

লকডাউনের জেরে লাভের মুখ দেখছে না অনেক সংস্থা। এবার লোকসানের মুখোমুখি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়ও ।

মুম্বই, 30 এপ্রিল: তেল থেকে টেলিকম । অন্যান্য সংস্থার মতো লাভের মুখ দেখছে না রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়ও । বৃহস্পতিবার বড় অঙ্কের লোকসানের মুখোমুখি হতে হয়েছে তাদের । তাই এবার কর্মীদের বেতনে কাটছাঁট করতে চলেছে তারা ।

হাইড্রোকার্বন সেক্টরে কর্মীদের বেতনে কাটছাঁট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যদিও এই সিদ্ধান্ত বেশি বেতন যাঁরা পান তাঁদের জন্য । যাঁদের বার্ষিক আয় 15 লাখের বেশি তাঁদেরই বেতন কাটা হবে । পাশাপাশি ইনটেন্সিভ, বোনাসও আপাতত স্থগিত রাখা হয়েছে ।

বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতিতে এই ঘোষণা করা হয়েছে । এই কঠিন পরিস্থিতিতে কর্মচারীদের সহযোগিতা আশা করছে রিলায়েন্স । সংস্থার তরফে জানানো হয়েছে, এই সময় কর্মী ও তাঁদের পরিবারের সুরক্ষাই গুরুত্বপূর্ণ । কেউ বিপদে পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.