ETV Bharat / bharat

সুপ্রিম কোর্টের স্থগিতাদেশকে স্বাগত জানিয়েও আন্দোলন জারি রাখার বার্তা কৃষকদের

author img

By

Published : Jan 12, 2021, 4:50 PM IST

Rakesh Tikait welcomes SC order, but says farmer protests will continue
সুপ্রিম কোর্টে স্থগিতাদেশকে স্বাগত জানিয়েও আন্দোলন জারি রাখার বার্তা কৃষকদের

সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন কৃষক নেতা রাকেশ টিকাইত৷ তিনি জানিয়েছেন, এই নিয়ে তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করবেন৷ তবে তাঁদের অবস্থান আন্দোলন চলতেই থাকবে যতদিন না এই আইন প্রত্য়াহার করে নেওয়া হচ্ছে৷

দিল্লি, 12 জানুয়ারি : কেন্দ্রের মোদি সরকারের তৈরি করা তিনটি কৃষি আইনের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ মঙ্গলবার ওই স্থগিতাদেশ দিয়ে আদালত একটি কমিটি গঠনের কথা বলেছে৷ যে কমিটি ওই আইন খতিয়ে দেখবে ৷ শীর্ষ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন কৃষক নেতারা৷ তবে তাঁদের সাফ কথা, এখনই তাঁরা আন্দোলন তুলবেন না৷ এই আন্দোলন ততদিন ধরে চলবে, যতদিন না নতুন তিনটি কৃষি আইনকে প্রত্যাহার করা হচ্ছে ৷ ভারতীয় কিষান ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইত জানান যে তাঁদের প্রতিবাদ চলবে৷ তাঁরা এই তিন আইন প্রত্যাহার করার দাবি জানাচ্ছেন ৷ আর ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে আইন তৈরি করা হোক, এই দাবিও রয়েছে তাঁদের৷

তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করবেন৷ পাশাপাশি আগামী 15 জানুয়ারি সরকার নির্ধারিত বৈঠকেও অংশগ্রহণ করবেন৷ তবে আগামী 26 জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর ব়্যালি বাতিল করার কোনও পরিকল্পনা নেই বলেও তিনি এদিন স্পষ্ট করে দিয়েছেন৷ এই ব়্যালি বাতিল করার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে হাজির হয়েছিল দিল্লি৷ সেই প্রেক্ষিতে এদিন একটি নোটিসও জারি করেছে দেশের শীর্ষ আদালত৷

আরও পড়ুন : কৃষি আইন প্রত্য়াহারের দাবি কৃষকদের : রাহুল

এদিন কৃষি আইনের উপর স্থগিতাদেশ দেওয়ার পর সুপ্রিম কোর্ট যে কমিটি গঠন করেছে, তাতে রয়েছেন কৃষি অর্থনীতিবিদ অশোক গুলাটি, ড. প্রমোদ কুমার জোশি, অনিল ধানওয়াত ও বি এস মান৷ সুপ্রিমকোর্ট গতকাল, সোমবার প্রথমবার এই মামলার শুনানি করে৷ তারপর মঙ্গলবার দ্বিতীয় শুনানিতেই এই নির্দেশ দিয়েছে ৷ কৃষকরা এই আইন বাতিলের দাবিতে প্রায় দেড় মাস ধরে আন্দোলন করে যাচ্ছেন ৷ যদিও এই আইন সংসদে পাস হয় গত সেপ্টেম্বর মাসে৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.