ETV Bharat / bharat

মধ্যপ্রদেশ ও গুজরাতে 5 আসন BJP-র দখলে, রাজস্থানে 2 আসন কংগ্রেসের

author img

By

Published : Jun 19, 2020, 11:57 PM IST

অন্ধ্রপ্রদেশে আশানুযায়ী চারটি আসনেই জিতেছে YSR কংগ্রেস । উপ মুখ্যমন্ত্রী পিল্লি সুভাষচন্দ্র বোস, মোপিদেবী ভেঙ্কটা রামানা, পরিমল নাথওয়ানি, অযোধ্যা রামি রেড্ডি প্রত্যেকে 38 টি করে ভোট পেয়ে জিতেছেন । কাঙ্খিত ভোট না পেয়ে খুব বাজে ভাবে হেরেছে তেলুগু দেশম পার্টি ।

রাজ্যসভা নির্বাচন
রাজ্যসভা নির্বাচন

দিল্লি, 19 জুন : রাজ্যসভা নির্বাচনে আজ বেশ কয়েকটি রাজ্যে BJP ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেল । মধ্যপ্রদেশ থেকে দুটি আসন জিতেছে BJP । রাজস্থান থেকে দুটি আসন জিতেছে কংগ্রেস । অন্যদিকে, গুজরাতে 3টি আসন BJP-র দখলে ।

আজ 18 টি শূন্য আসন পূরণে রাজ্যসভায় নির্বাচন হয় । ক্রস ভোটিং ছাড়াই রাজস্থান থেকে সংসদের উচ্চকক্ষে কংগ্রেসের 2 জন ও BJP-র একজন নির্বাচিত হয়েছে । কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছেন কে সি বেনুগোপাল ও নীরজ দাঙ্গি । নির্বাচিত BJP প্রার্থী হলেন রাজেন্দ্র গেহলত । এক্ষেত্রে দ্বিতীয় প্রার্থী হিসেবে ওংকার সিং রাজপুতকে দাঁড় করিয়েছিল BJP । কিন্তু, তিনি হেরে যান । ফলে রাজস্থান থেকে রাজ্যসভায় মোট 10 টি আসনের মধ্যে 3টি কংগ্রেসের এবং 7 টি BJP-র দখলে ।

মধ্যপ্রদেশের ক্ষেত্রে রাজস্থানের পরিসংখ্যানটাই প্রায় উলটো আকার নিয়েছে । এখানে BJP থেকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও সুমের সিং সোলাঙ্কি নির্বাচিত হয়েছেন । কংগ্রেস থেকে জিতেছেন দিগ্বিজয় সিং । আর একজন কংগ্রেস প্রার্থী ছিলেন দলিত নেতা ফুল সিং বারিয়া । তিনি অবশ্য হেরে যান । উল্লেখ্য, আজ BJP-কে ভোট দেওয়ার জন্য সমাজবাদী পার্টির বিধায়ক রাজেশ শুকলাকে ইতিমধ্যেই বহিষ্কার করেছে দল ।

অন্ধ্রপ্রদেশে আশানুযায়ী চারটি আসনেই জিতেছে YSR কংগ্রেস । উপ মুখ্যমন্ত্রী পিল্লি সুভাষচন্দ্র বোস, মোপিদেবী ভেঙ্কটা রামানা, পরিমল নাথওয়ানি, অযোধ্যা রামি রেড্ডি প্রত্যেকে 38 টি করে ভোট পেয়ে জিতেছেন । কাঙ্খিত ভোট না পেয়ে খুব বাজে ভাবে হেরেছে তেলুগু দেশম পার্টি । তবে গুজরাতের ফলাফল আসতে আজ অনেকটাই দেরি হয়ে যায় । কারণ BJP বিধায়ক কেসরিসিন সোলাঙ্কি ও মন্ত্রী ভূপেন্দ্র সিং চূড়াসামার ভোট বাতিলে সরব হয় কংগ্রেস । এর জেরে চার আসনে ভোট গণণা শেষ করতে অনেকটাই দেরি হয়ে যায় । শেষপর্যন্ত গুজরাত থেকে রাজ্যসভায় 3টি আসনে জিতেছে BJP । কংগ্রেস পেয়েছে একটি আসন । মণিপুর থেকেও একটি আসনে জিতেছে BJP ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.