ETV Bharat / bharat

দ্বিতীয় ত্রৈমাসিকে GDP বৃদ্ধির হার 4.5 শতাংশ, 6 বছরে সর্বনিম্ন

author img

By

Published : Nov 29, 2019, 6:04 PM IST

Updated : Nov 29, 2019, 8:27 PM IST

ছবি
ছবি

2019-2020 অর্থবর্ষের জুলাই-সেপ্টেম্বরে GDP বৃদ্ধির হার 4.5 শতাংশ ।

দিল্লি, 29 নভেম্বর : ছ’বছরে সর্বনিম্ন। 2019-2020 অর্থবর্ষের জুলাই-সেপ্টেম্বরে GDP বৃদ্ধির হার 4.5 শতাংশ । আজ এই রিপোর্ট প্রকাশিত হয়েছে ।

প্রথম ত্রৈমাসিকের তুলনায় দ্বিতীয় ত্রৈমাসিকে GDP বৃদ্ধির হার কমল 0.5 শতাংশ । 2018-2019 অর্থবর্ষে এই দ্বিতীয় ত্রৈমাসিকেই GDP বৃদ্ধির হার ছিল 7 শতাংশ । এর আগে GDP বৃদ্ধির সর্বনিম্ন রেকর্ড ছিল ২০১২-১৩ সালের জানুয়ারি-মার্চ মাসে । GDP বৃদ্ধির পরিমাণ ছিল 4.3 শতাংশ।

image
গতবছরের তুলনায় GDP বৃদ্ধির হার

এবছর এপ্রিল-সেপ্টেম্বর সময়কালে দেশের অর্থনৈতিক বৃদ্ধি ছিল 4.8 শতাংশ । গতবছর এই একই সময়ে অর্থনৈতিক বৃদ্ধি ছিল 7.3 শতাংশ ।

প্রসঙ্গত, এবছর জুলাই-সেপ্টেম্বরে চিনের অর্থনৈতিক বৃদ্ধি ছিল 6 শতাংশ ।

New Delhi, Nov 29 (ANI): Congress Leader and MP Rahul Gandhi on November 29 reacted on BJP MP Nishikant Dubey demanding to bring privilege motion against him for calling BJP MP Pragya Singh Thakur a 'terrorist'. He replied to Dubey by saying, "Do it. Do whatever you want to. I have clarified my position." Recently, Rahul Gandhi slammed Pragya Thakur on praising Mahatma Gandhi's assassin Godse in Lok Sabha, he took to twitter and wrote, "Terrorist Pragya calls terrorist Godse, a patriot. A sad day, in the history of India's Parliament."
Last Updated :Nov 29, 2019, 8:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.