ETV Bharat / bharat

সোনভদ্রে সোনার পরিমাণ যৎসামান্য, জানালো GSI

author img

By

Published : Feb 23, 2020, 10:09 AM IST

উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় সোনার খনি থাকলেও, সেখান থেকে খুব কম সোনা পাওয়া যাবে ৷ GSI ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, সোনা পেতে যা খরচ হবে তা থেকে ব্যবসায়িক লাভ হবে না ৷

sonbhadra gold discovery
সোনার আকরিক

কলকাতা, 23 ফেব্রুয়ারি : সোনার হদিশ মেলেনি সোনভদ্রে ৷ GSI-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় কোনও সোনার খনির হদিশ পাওয়া যায়নি ৷ GSI-এর ডিরেক্টর জেনারেল এম শ্রীধর সংবাদ সংস্থাকে জানান, সোনভদ্রে তিন হাজার টন সোনা মজুতের কথা তাঁরা ঘোষণা করেননি ৷ যদি সোনা থাকে, তাহলে তা খুব সামান্য ৷

উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় কয়েক হাজার টন সোনা রয়েছে ৷ এই খবর প্রকাশ হতেই সারা দেশে হইচই পড়ে যায় ৷ সব মিলিয়ে ভারতে 626 টন আকরিক সোনা মজুত রয়েছে ৷ সেখানে সোনভদ্রের তিন হাজার টন সোনা মজুতের খবর চমকে দেওয়ার মতোই ৷ সোনভদ্রের এক জেলা আধিকারিক জানিয়েছিলেন, সেখানকার দুই খনি মিলিয়ে কয়েক হাজার টন আকরিক সোনা রয়েছে ৷ পরে অবশ্য GSI-এর পক্ষ থেকে সেই দাবি নস্যাৎ করে জানানো হয়, সোনভদ্রে সোনার খনির হদিশ এখনও পায়নি তারা ৷ GSI-এর ডিরেক্টর জেনারেল এম শ্রীধর বলেন, ‘‘সোনভদ্রে সোনার আকরিকের সন্ধান পাওয়া গিয়েছে ঠিকই ৷ কিন্তু সেটা যৎসামান্য ৷’’ পাশাপাশি তিনি জানান, সোনভদ্রের সোনার খনি উত্তরপ্রদেশ সরকারের ৷ তাই তারাই সিদ্ধান্ত নেবে ওই সোনার ভবিষ্য়ত । সোনা তুলতে যা খরচ হবে তা থেকে ব্যবসায়িক লাভ হবে না বলে মনে করছেন GSI-এর ডিরেক্টর ৷

সোনভদ্রের জেলা মাইনিং আধিকারিক কে কে রাই শুক্রবার জানান, সোনপাহাড়ি ও হরদি এলাকায় সোনার খনি রয়েছে ৷ যার মধ্যে সোনপাহাড়়িতে রয়েছে, দু’হাজার 943.26 টন সোনা ও হরদিতে রয়েছে, 646.16 কিলোগ্রাম সোনা ৷ সেই দাবি উড়িয়ে দিয়ে GSI ডিরেক্টর বলেন, ‘‘সোনপাহাড়ি এলাকায় 52 হাজার 806.25 টন আকরিকের উৎস থাকার কথা প্রাথমিকভাবে মনে করছে GSI ৷ এই আকরিক থেকে 160 কেজির মতো সোনা পাওয়া যেতে পারে ৷’’

2013 সালে উত্তরপ্রদেশেরই উন্নাওয়ের দৌণ্ডিয়া খেড়া এলাকায় সোনার খনির সন্ধান পাওয়া গিয়েছে বলে খবর রটে ৷ পরে সেই খবর ভুয়ো বলে জানা যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.