ETV Bharat / bharat

কৃষি আইনের বিরোধিতায় সুপ্রিম কোর্টে ভারতীয় কিষাণ ইউনিয়ন

author img

By

Published : Oct 5, 2020, 9:22 PM IST

ভারতীয় কিষাণ ইউনিয়নের তরফে হরিন্দর সিং এ বিষয়ে বলেন, "কৃষি আইনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সবাইকে বলেছি । গত দুমাস ধরে বলে চলেছি এই বিলের বিরুদ্ধে । পঞ্জাবে এর বিরুদ্ধে অনেক আন্দোলনও করা হয়েছে ।"

Panjab
Panjab

দিল্লি, 5 অক্টোবর : কৃষি আইনের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ ভারতীয় কিষাণ ইউনিয়ন । কৃষি আইনের বিরুদ্ধে 400 পাতার পিটিশন দাখিল করা হয়েছে শীর্ষ আদালতে ।

আবেদনকারীদের আইনজীবী জি এস ঘুমান বলেন, "এই আইনের সুবিধাভোগী কৃষকেরা । কিন্তু এই আইন পাশ করানোর সময় সরকার কোনও আলোচনাই করেনি । কৃষিকাজ রাজ্য সরকারের বিষয় । পঞ্জাব সরকারকে অনুরোধ করব যে এবিষয়ে আদালতের দ্বারস্থ হতে । কেন্দ্রীয় সরকারের উচিত কৃষকদের কথা শোনা । "

ভারতীয় কিষাণ ইউনিয়নের তরফে হরিন্দর সিং এ বিষয়ে বলেন, "কৃষি আইনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সবার দ্বারস্থ হয়েছি । গত দু'মাস ধরে বলে চলেছি এই বিলের বিরুদ্ধে । পঞ্জাবে এর বিরুদ্ধে অনেক আন্দোলনও করা হয়েছে । সামিল হয়েছিলেন মহিলা, শিশু ও বৃদ্ধরা । কিন্তু কেউ আমাদের কথা শোনেনি । তাই আমরা আদালতের দ্বারস্থ হয়েছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.