ETV Bharat / bharat

আন্দোলনে কৃষকরা, আস্থা ফেরাতে সহায়ক মূল্যে শস্য ক্রয় কর্মসূচি

author img

By

Published : Sep 28, 2020, 11:06 PM IST

প্রতিবছর অক্টোবরের 1 তারিখ থেকে শীতকালীন শস্য ক্রয় শুরু হয় । ন্যূনতম সহায়ক মূল্যে শস্য বিক্রি করার সুযোগ পান কৃষকরা ।

Procurement of paddy by government
Procurement of paddy by government

দিল্লি, 28 সেপ্টেম্বর : নির্ধারিত সময়ের দু'দিন আগেই শুরু হচ্ছে ন্যূনতম সহায়ক মূল্য শস্য ক্রয় কর্মসূচি । কৃষক বিক্ষোভ সামাল দিতে নয়া পদক্ষেপ কেন্দ্রের ।

প্রতিবছর অক্টোবরের 1 তারিখ থেকে শীতকালীন শস্য ক্রয় শুরু হয় । ন্যূনতম সহায়ক মূল্যে শস্য বিক্রি করার সুযোগ পান কৃষকরা । সরকারি নয়া নির্দেশিকা অনুযায়ী দু'দিন আগেই এই কর্মসূচির সূচনা হচ্ছে ।

সংসদে সদ্য পাস হওয়া নতুন কৃষি বিলের (বর্তমানে যা আইন হিসেবে স্বীকৃতি পেয়েছে) বিরোধিতায় আন্দোলন শুরু করেছে কংগ্রেসসহ অন্য বিরোধী দলগুলি । পথে নেমে বিক্ষোভ, অবরোধে সামিল হয়েছেন কৃষকরাও । এই পরিস্থিতিতে শস্য কেনা কর্মসূচি শুরু হলে কৃষকদের নজর আন্দোলন থেকে সহজেই সরে যাবে । ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা গুরনম সিং বলেন, "দেশজুড়ে কৃষকদের বিক্ষোভ বন্ধ করতে কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র ।"

যদিও BJP-র একটি সূত্রের দাবি, বিরোধী রাজনীতির কবলে পড়ে কৃষকরা দিকভ্রষ্ট । তাই সরকারের প্রতি কৃষকদের আস্থা ফেরাতেই এই কর্মসূচি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.