ETV Bharat / bharat

কৃষকদের সঙ্গে অন্যায় করছেন প্রধানমন্ত্রী : সোনিয়া

author img

By

Published : Oct 2, 2020, 2:49 PM IST

সোনিয়া গান্ধি বলেন, কংগ্রেস সব সময় কৃষকদের সঙ্গে রয়েছে । নতুন কৃষি আইনের বিরোধিতা করা হবে বলেও বলেন তিনি ।

Soniya gandhi
Soniya gandhi

দিল্লি, 2 অক্টোবর : নতুন কৃষি আইন নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি । তিনি বলেন, প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গে অন্যায় করছেন ।

মহাত্মা গান্ধির জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে নতুন কৃষি আইনকে আক্রমণ করে গান্ধিজি ও লাল বাহাদুর শাস্ত্রীর প্রসঙ্গ টানেন কংগ্রেস সভানেত্রী । গান্ধিজি বলেছিলেন, গ্রামেই ভারতের আত্মা বাস করে । আর শাস্ত্রী বলেছিলেন, জয় জওয়ান, জয় কিষাণ । গান্ধিজি ও শাস্ত্রীর বক্তব্য টেনে তিনি বলেন, " কংগ্রেস সরকারের আমলে কোনও বিল এভাবে পাশ হয়নি । কিন্তু এই সরকার কোনও রকম আলোচনা ছাড়াই বিল পাশ করছে ।" পাশাপাশি তিনি বলেন, কংগ্রেস সব সময় কৃষকদের সঙ্গে রয়েছে । নতুন এই আইনের বিরোধিতা করা হবে বলেও বলেন তিনি ।

  • खेत-खलिहान और किसान के हितैषी, रखवाले और बुलंद आवाज राष्ट्रपिता पूज्य बापू और पूर्व प्रधानमंत्री श्री लाल बहादुर शास्त्री जी की जयंती पर कांग्रेस अध्यक्षा श्रीमती सोनिया गांधी जी का संदेश।#GandhiJayanti pic.twitter.com/2wg4FLVYbN

    — Congress (@INCIndia) October 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মোদি সরকারকে আক্রমণ করে তিনি বলেন, " এই প্যানডেমিক পরিস্থিতিতে কৃষকদের জনই গরিব মানুষেরা রেশন পাচ্ছেন । কিন্তু এই সরকার হোর্ডারদের তুলে ধরতে চায় । আর কৃষকদের তাদের নিজেদের জমিতেই শ্রমিক বানাতে চায় । " ইতিমধ্যেই নতুন কৃষি আইনের বিরোধিতা করে দেশের নানান প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস কর্মীরা । আগামীকাল থেকে 5 অক্টোবর পর্যন্ত কংগ্রেস নেতা রাহুল গান্ধি পঞ্জাবে ট্রাক্টর ব়্যালি করতে চলেছেন । পঞ্জাবের সমস্ত মন্ত্রী, কংগ্রেস বিধায়করা ব়্যালিতে উপস্থিত থাকবেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.