ETV Bharat / bharat

বিজয়ওয়াড়ার ঘটনায় টুইটারে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের

author img

By

Published : Aug 9, 2020, 11:09 AM IST

Updated : Aug 9, 2020, 12:56 PM IST

টুইট করে শোকপ্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও । কেন্দ্রের তরফে রাজ্য সরকারকে সবরকম সাহায্য়ের আশ্বাস দিয়েছেন তিনি ।

Narendra Modi
নরেন্দ্র মোদি

বিজয়ওয়াড়া , 9 অগাস্ট : বিজয়ওয়াড়ায় কোরোনা চিকিৎসাকেন্দ্রে আগুন লেগে 7 জনের মৃ্ত্যুর ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । টুইট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি । পাশাপাশি সাহায্যের আশ্বাস দেন । টুইটারে প্রধানমন্ত্রী লেখেন , "বিজয়ওয়াড়ার কোরোনা চিকিৎসাকেন্দ্রে আগুন লাগার ঘটনায় আমি উদ্বিগ্ন । মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল । জখমরা দ্রুত সুস্থ হয়ে উঠুক । ঘটনার পরিস্থিতি নিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির সঙ্গে কথা হয়েছে । সমস্তরকম সাহায্য করা হবে । "

অন্যদিকে শোকপ্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও । টুইটারে তিনি লেখেন , " অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় কোরোনা চিকিৎসাকেন্দ্রে আগুন লাগার ঘটনায় গভীরভাবে ব্যথিত । কেন্দ্রের তরফে রাজ্য সরকারকে সবরকম সাহায্য করা হবে । " জখমদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি । পাশাপাশি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান ।

আজ সকালে বিজয়ওয়াড়ার কোরোনা চিকিৎসাকেন্দ্রে আগুন লাগে । ঘটনায় সাতজনের মৃ্ত্যু হয় । ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সেখানে থাকা রোগীরা ৷ ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট শুরু হয় অনেকের ৷ প্রাণ বাঁচাতে অনেকে জানালা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন ৷ ঘটনাস্থানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা ৷ রোগীদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে লাবদিপেটের রমেশ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে মৃতদের পরিবারপিছু 50 লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে ।

ওই কোভিড কেয়ার ফেসিলিটি সেন্টারটি আদতে একটি হোটেল । সেখানে প্রায় 30 জন রোগীর চিকিৎসা চলছিল । 10 জন স্বাস্থ্যকর্মী নিযুক্ত ছিলেন । আগুনের জেরে অসুস্থ হয়ে পড়েন 15-20 জন । চলতি মাসেই গুজরাতের আহমেদাবাদে একটি বেসরকারি হাসপাতালে আগুন লেগে কোরোনায় আক্রান্ত আটজনের মৃত্যু হয়েছিল । হাসপাতালের একটি কর্মীর PPE কিটে আগুন লেগে যায় । তিনি আগুন নেভানোর জন্য দৌড়ে হাসপাতাল থেকে বেরোনোর চেষ্টা করেন । সেই সময় আগুন হাসপাতালের অন্যত্র ছড়িয়ে পড়েছিল । 50 শয্যাবিশিষ্ট ওই হাসপাতালে প্রায় 45 জন কোরোনা আক্রান্ত চিকিৎসাধীন ছিলেন ।

Last Updated : Aug 9, 2020, 12:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.