ETV Bharat / bharat

রাজ্যসভার 24টি আসনে চলছে ভোটগ্রহণ

author img

By

Published : Jun 19, 2020, 10:22 AM IST

Updated : Jun 19, 2020, 11:48 AM IST

সকাল 9টা থেকে শুরু হয়েছে নির্বাচন প্রক্রিয়া । চলবে বিকেল 4টে পর্যন্ত ৷ গণনাও হবে আজই ।

গ্রাফিক্স
গ্রাফিক্স

দিল্লি, 19 জুন : রাজ্যসভার 24টি আসনে শুরু হল ভোট ৷ আজ সকাল 9টায় ভোটগ্রহণ শুরু হয় । চলবে বিকেল 4টে পর্যন্ত । গণনাও হবে আজই । বিকাল 5টা থেকে গণনা প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে ৷

ইতিমধ্যেই ভোট দিয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ । ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও । মধ্যপ্রদেশে তিনটি আসনে ভোটগ্রহণ চলছে । যার মধ্যে একটি আসনে জিতবে বলে আশাবাদী কংগ্রেস । এদিকে, মধ্যপ্রদেশের কমলনাথের কংগ্রেস সরকারকে ফেলে দেওয়ার মূল কাণ্ডারী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া লড়ছেন BJP-র টিকিটে ৷

rajyasabha  election
ভোট দিলেন শিবরাজ সিং চৌহান

রাজস্থানেও বিধায়কদের ভোট দিতে যেতে দেখা যায় সকাল সকাল । কোরোনার জন্য সম্পূর্ণ নিয়ম মেনে একটি বাসে করে তাঁদের বিধানসভায় নিয়ে যাওয়া হচ্ছে । একই ছবি দেখা গেছে ঝাড়খণ্ডেও । ঝাড়খণ্ড বিধানসভায় সকাল থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । এদিকে কোরোনা সংক্রান্ত নির্দেশিকা মানতেও সবরকম ব্যবস্থা করা হয়েছে ।

rajyasabha  election
বিধায়নসভায় কমল নাথ

আগেই 18টি আসনের নির্বাচন হওয়ার কথা ছিল গত মার্চ মাসে । কিন্তু, কোরোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া পরিস্থিতির কারণে তা স্থগিত হয় ৷ এই 18টি আসন ছাড়াও আরও 6টি আসনে নির্বাচন হবে ৷ কারণ, এই আসনের সাংসদরা জুন বা জুলাই মাসে অবসর নেবেন ৷ 18টি আসনের মধ্যে চারটি করে আসন অন্ধ্রপ্রদেশ ও গুজরাতের ৷ দু'টি আসন ঝাড়খণ্ডের ৷ তিনটি করে আসন মধ্যপ্রদেশ ও রাজস্থানের ৷ এছাড়া মনিপুর ও মেঘালয়ের একটি করে আসন রয়েছে ৷ অন্যদিকে 6টি আসনের 4 টি কর্নাটকের, ও একটি করে আসন অরুণাচলপ্রদেশ ও মিজ়োরামের ৷

rajyasabha  election
গুজরাতে চলছে ভোটগ্রহণ

নির্বাচনে লড়াইয়ে রয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী ৷ সবার আগেই যাঁর নাম আসছে তিনি হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া ৷ জনতা দলের নেতা, 87 বছরের দেবেগৌড়া কর্নাটক থেকেই লড়ছেন ৷ মধ্যপ্রদেশ থেকে লড়াই করছেন কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং ৷ মধ্যপ্রদেশের তৃতীয় আসনের জন্য লড়াইয়ে রয়েছেন BJP-র সুমিত সিং সোলাঙ্কি ও কংগ্রেসের ফুল সিং বারাইয়া ৷ ঝাড়খণ্ডের আসনের জন্য লড়ছেন JMM সভাপতি শিবু সোরেন ৷ এছাড়া ঝাডখণ্ডে লড়াইয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী শাহাজাদা আনোয়ার ও BJP-র রাজ্য সভাপতি দীপক প্রকাশ ৷ AICC-র সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল লড়ছেন রাজস্থানের BJP প্রার্থী রাজেন্দ্র গেহলটের বিরুদ্ধে ৷

Last Updated : Jun 19, 2020, 11:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.