ETV Bharat / bharat

কৃষকদের বিভ্রান্ত করা হচ্ছে, প্রধানমন্ত্রীর নিশানায় বিরোধীরা

author img

By

Published : Dec 15, 2020, 5:56 PM IST

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

বিরোধীরা কৃষকদের ভুল পথে চালিত করার চেষ্টা করছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী । তাঁর কথায়, যে সংস্কারগুলি আনা হয়েছে তা বিভিন্ন কৃষক সংগঠন, এমনকী বিরোধী দলগুলিও দীর্ঘদিন ধরে চেয়ে আসছিল ।

কছ(গুজরাত), 15 ডিসেম্বর : একের পর এক বৈঠক । কিন্তু, কোনও রফাসূত্র এখনও মেলেনি । আজ প্রায় কুড়ি দিন হয়ে গেল রাজধানীর বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা । দাবি, বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করা হোক । কৃষকদের এই আন্দোলনকে সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে কেন্দ্রকে । তবে কেন্দ্রও নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে । আলোচনার ভিত্তিতে সংশোধনের পথ খুলে রাখলেও কৃষি আইন একেবারে যে প্রত্যাহার করা হবে না, তা সাফ জানিয়ে দেওয়া হয়েছে । আজ আরও একবার কেন্দ্রের অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী । বিরোধীরা কৃষকদের ভুল পথে চালিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করলেন তিনি । বললেন, " আমরা কৃষকদের বোঝানোর কাজ করে যাব ।"

আজ গুজরাতের কছে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "কৃষিক্ষেত্রে যে সংস্কারগুলি আনা হয়েছে তা বিভিন্ন কৃষক সংগঠন, এমনকী বিরোধী দলগুলিও দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল ।" তাঁর কথায়, বিরোধীরা এখন কৃষকদের উস্কানি দিচ্ছে এবং বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, "কেন্দ্র সবসময় কৃষকদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা কৃষকদের আশ্বাস দিয়েছি, তাঁদের উদ্বেগের সমাধান করব ।"

প্রধানমন্ত্রী গত মাসে তাঁর মন কি বাত-এ কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্রের অবস্থান জানিয়েছিলেন । তখন সবে শুরু হয়েছিল কৃষকদের "দিল্লি চলো" । কিন্তু, তখন থেকেই আইনগুলির সমর্থনে নিজের অবস্থানে অনড় ছিলেন তিনি । তার পর থেকে সরকার কৃষকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে । এমনকী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও কথা বলেছিলেন আন্দোলনরত কৃষকদের সঙ্গে । কেন্দ্র সংশোধনের পথে হাঁটতে রাজিও হয়েছিল । কিন্তু, কৃষকরাও তাঁদের দাবিতে অনড় । আইনগুলি সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে । ফলে, দফায় দফায় বৈঠকের পরেও এখনও পর্যন্ত কোনও সমাধানের ইঙ্গিত মেলেনি ।

আরও পড়ুন : দিল্লি সীমান্ত থেকে কৃষকদের সরানোর আবেদন, বৃহস্পতিবার মামলা শুনবে সুপ্রিম কোর্ট

এই পরিস্থিতিতে বিজেপি গত সপ্তাহেই অভিযোগ করেছিল, কংগ্রেস নিজ স্বার্থ চরিতার্থ করতে সরকারের বিরোধিতা করছে । দাবি করা হয়েছিল, ইউপিএ শাসনকালে কংগ্রেস ও শরদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি কৃষি আইনের মূল বিষয়গুলির সমর্থনে কথা বলেছিল । বিরোধীরা যে কৃষকদের ভুল পথে চালিত করছে এমন অভিযোগও তুলেছিল গেরুয়া শিবির । এবার প্রধানমন্ত্রীর গলাতেও সেই একই কথা শোনা গেল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.