ETV Bharat / bharat

16 মাসের শিশুকন্য়ার নাক দিয়েই বের হল মস্তিষ্কের টিউমার

author img

By

Published : Jan 23, 2021, 7:15 PM IST

PGIMER doctors remove brain tumour through toddler's nose
16 মাসের শিশুকন্য়ার নাক দিয়েই বের হল মস্তিষ্কের টিউমার

ন্য়াজাল এন্ডোস্কোপিক সার্জারিতে বড় সাফল্য় পেলেন চণ্ডীগড়ের পোস্ট গ্র্য়াজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চের (পিজিআইএমইআর) চিকিৎসকরা৷ মাত্র 16 মাসের শিশুকন্য়ার মস্তিষ্ক থেকে বড় আকারের একটি টিউমার শিশুটির নাক দিয়েই বের করে আনলেন তাঁরা৷ মনে করা হচ্ছে, এত কম বয়সী কোনও রোগীর শরীরে এই ধরনের সফল অস্ত্রোপচার পৃথিবীতে এটাই প্রথম৷

চণ্ডীগড়, 23 জানুয়ারি: ন্য়াজাল এন্ডোস্কোপিক সার্জারিতে বড় সাফল্য় পেলেন চণ্ডীগড়ের পোস্ট গ্র্য়াজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চের (পিজিআইএমইআর) চিকিৎসকরা৷ মাত্র 16 মাসের শিশুকন্য়ার মস্তিষ্ক থেকে বড় আকারের একটি টিউমার শিশুটির নাক দিয়েই বের করে আনলেন তাঁরা৷ মনে করা হচ্ছে, এত কম বয়সী কোনও রোগীর শরীরে এই ধরনের সফল অস্ত্রোপচার পৃথিবীতে এটাই প্রথম৷

16 মাসের ওই শিশুকন্য়া আদতে উত্তরাখণ্ডের বাসিন্দা৷ কয়েক মাস আগেও কোনও শারীরিক সমস্য়া ছিল না তার৷ আর পাঁচটা বাচ্চার মতোই খেলাধুলো করত সে৷ শিশুটির পরিবার জানিয়েছে, ছন্দপতন হয় কয়েক মাস আগেই৷ হঠাৎই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে সে৷ পরে এমআরআই করা হলে শিশুটির মস্তিষ্কে টিউমার আবিষ্কার করেন চিকিৎসকরা৷ তাকে সুস্থ করতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তাঁরা৷ স্নায়ু শল্য়চিকিৎসা বিভাগের চিকিৎসক ধন্দপানি এস এস ও সুশান্ত এবং ইএনটি বিভাগের রিজুনিতা শিশুটির অস্ত্রোপচার করেন৷ তার মস্তিষ্ক থেকে টিউমার বের করতে 6 ঘণ্টা সময় লাগে৷

চিকিৎসকরা জানিয়েছেন, রোগীর বয়স যদি 6 বছরের বেশি হয়, তাহলে সাধারণ অস্ত্রোপচারের মাধ্য়মেই মস্তিষ্ক থেকে এই ধরনের টিউমার বের করা হয়৷ তবে সেক্ষেত্রে মাথার খুলি কাটা আবশ্য়ক৷ তাতে শিশুটির মস্তিষ্কে চিরস্থায়ী কোনও প্রভাব থেকে যেতে পারে৷ সেই প্রক্রিয়া এড়াতেই শিশুটির নাক দিয়ে টিউমার বের করে আনার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা৷ তবে তাতে ঝুঁকিও ছিল বিস্তর৷ শিশুটির প্রাণ নিয়ে যাতে টানাটানি না হয়, তা নিশ্চিত করতে সিটি অ্য়াঞ্জিওগ্রাফি নেভিগেশনের সাহায্য় নেন চিকিৎসকরা৷ সেই অনুসারেই এন্ডোক্সোপির পরিকল্পনা করা হয়৷ প্রসঙ্গত, এর আগে 2019 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্য়ানফোর্ডে 2 বছরের একটি শিশুর নাক দিয়ে ঠিক একইভাবে মস্তিষ্কের টিউমার বের করে আনা হয়েছিল৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.