ETV Bharat / bharat

লকডাউনে পেট্রলিয়ামজাত জ্বালানি ব্যবহার কমেছে 70 শতাংশ

author img

By

Published : May 4, 2020, 5:24 PM IST

Diesel
ছবি

এপ্রিলের 15 তারিখ পর্যন্ত 64 শতাংশ কমেছিল পেট্রলের বিক্রি । এপ্রিলের শেষে গিয়ে বিক্রি কমার হার এসে দাঁড়িয়েছিল 61 শতাংশে ।

দিল্লি, 4 মে : লকডাউনে কমেছে পেট্রলিয়ামজাত জ্বালানির ব্যবহার । একধাক্কায় প্রায় 70 শতাংশ কমেছে জ্বালানির ব্যবহারের হার । ব্যতিক্রম শুধু LPG । লকডাউনের মাঝে পেট্রোজাত পণ্যের মধ্যে শুধুমাত্র LPG-র ব্যবহারই ব্যাপকভাবে বেড়েছে ।

তবে বিগত 10 দিনে তুলনামূলকভাবে কিছুটা হলেও বেড়েছে জ্বালানির চাহিদা । বিশেষ করে শহরাঞ্চলগুলির বিভিন্ন ব্যবসায়িক ও অর্থকরী প্রতিষ্ঠানগুলিকে লকডাউনের আওতা থেকে বাদ দেওয়ার ঘোষণা হওয়ার পর থেকেই আরও চাহিদা বেড়েছে জ্বালানির ।

আজ থেকে এই চাহিদা আরও বাড়তে পারে বলেও অনুমান করছেন পর্যবেক্ষকদের একাংশ । তথ্য বলছে, এপ্রিলের 15 তারিখ পর্যন্ত 64 শতাংশ কমেছিল পেট্রলের বিক্রি । এপ্রিলের শেষে গিয়ে বিক্রি কমার হার এসে দাঁড়িয়েছিল 61 শতাংশে । ডিজ়েলের বিক্রির হার এপ্রিলের 15 তারিখ পর্যন্ত কমেছিল 61 শতাংশ এবং এপ্রিলের শেষে 56.5 শতাংশ ।

এছাড়া বিমানের জ্বালানির ব্যবহার 91.5 শতাংশ কমেছে । লকডাউনে সমস্ত উড়ান সংস্থার যাত্রীবাহী বিমান পরিষেবা বন্ধ রয়েছে । তবে ফিরছে কর্মতৎপরতা । শহরাঞ্চলগুলিতে খুলছে অফিস । এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে পেট্রল ও ডিজ়েলের ব্যবহার আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.