ETV Bharat / bharat

মুখোশ খুলেছে BJP-র, মহারাষ্ট্র নিয়ে সুপ্রিম-রায়ের পর মন্তব্য বিরোধীদের

author img

By

Published : Nov 26, 2019, 3:08 PM IST

আজ সকালে রায়ে সু্প্রিম কোর্ট জানিয়ে দেয় আগামী কাল মহারাষ্ট্র বিধানসভায় আস্থাভোট ৷ "BJP-র খেলা শেষ" , মন্তব্য NCP নেতা নবাব মালিকের ৷ আস্থাভোট কি মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন মোড় আনবে? আজ সু্প্রিম-রায়ের পরই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের বাড়িতে যান উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার । শুরু হয় দলের বৈঠক ৷ বৈঠক চলে 1 ঘণ্টা 15 মিনিট ৷ তারপরেই অজিত পাওয়ার ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন ৷  আজ বিকেল 5টায় বৈঠক ডেকেছে শিবসেনা-NCP-কংগ্রেস ৷ সেখানে উপস্থিত থাকবেন উদ্ধব ঠাকরে ৷ রাত 9টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৈঠক BJP-র ৷

মুখোশ খুলেছে BJP-র
মুখোশ খুলেছে BJP-র

মুম্বই , 26 নভেম্বর : খেলা শেষ BJP-র ৷ আস্থা ভোটে জিতবেন তাঁরাই ৷ আজ সু্প্রিম কোর্টের রায়ের পর বললেন সোনিয়া গান্ধি ৷ রায়কে সম্পূর্ণ সমর্থন করে তিনি সাংবাদিকদের জানান, এখন শুধু আগামীকালের অপেক্ষা ৷

একইভাবে সুপ্রিম কোর্টের রায়ে খুশি NCP ৷ দলের সুপ্রিমো শরদ পাওয়ার টুইট করে লেখেন , 'আমি সু্প্রিম কোর্টের প্রতি কৃতজ্ঞ ৷ গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক নীতি বজায় রেখেছে এই পদক্ষেপ ৷ সংবিধান দিবসে মহারাষ্ট্রের আস্থা ভোটের রায় ঘোষণা হল ৷ এটি আম্বেদকরের প্রতি শ্রদ্ধা ' ।

  • I am grateful to Hon’ble SC for upholding democratic values and constitutional principles. It’s heartening that the Maharashtra Verdict came on the #ConstitutionDay, a Tribute to Bharatratna Dr. Babasaheb Ambedkar!

    — Sharad Pawar (@PawarSpeaks) November 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আস্থাভোটের রায়ে সন্তুষ্ট কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চহ্বাণও৷ তাঁর দাবি আস্থা ভোটেই খুলবে BJP-র মুখোশ ৷ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, "বিধানসভায় তিন দলের (শিবসেনা , NCP ও কংগ্রেস) বৃহত্তম জোট রয়েছে ৷ শিবসেনা , NCP ও কংগ্রেস সুপ্রিম কোর্টের রায়ে সন্তুষ্ট ৷ সংবিধান দিবসে সংবিধানের সম্মান রেখেছে সু্প্রিম কোর্ট ৷ "

মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে রাজনৈতিক মহলে নানা মতামত তৈরি করেছিল ৷ শেষ মুহূর্তে BJP-র সিদ্ধান্তে রাতারাতি পাল্টে যায় মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণ ৷ 23 নভেম্বর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ এরপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় NCP- কংগ্রেস- শিবসেনা ৷ আজ সকালে রায়ে সু্প্রিম কোর্ট জানিয়ে দেয় আগামী কাল মহারাষ্ট্র বিধানসভায় আস্থাভোট ৷

রায় ঘোষণার পরই গেরুয়া শিবিরকে আক্রমণ করে শিবসেনা । "প্রয়োজনীয় সংখ্যা রয়েছে বলে আপনারা যদি আত্মবিশ্বাসী হন তবে আস্থা ভোট থেকে পালাচ্ছেন কেন?" BJP-কে প্রশ্ন শিবসেনা নেতা সঞ্জয় রাউতের ৷ NCP নেতা নবাব মালিক মন্তব্য করেন , "BJP-র খেলা শেষ ৷ সুপ্রিম কোর্টের এই রায় একটি মাইল স্টোন ৷ আগামী কাল আস্থাভোটের পর কয়েকদিনের মধ্যেই সরকার গঠন করবে NCP-কংগ্রেস-শিবসেনা ৷ " তিনি টুইট করেন , 'সত্যের জয় ৷ BJP-র খেলা শেষ ৷ '

আস্থাভোট কি মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন মোড় আনবে? আজ সু্প্রিম-রায়ের পরই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের বাড়িতে যান উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার । শুরু হয় দলের বৈঠক ৷ বৈঠক চলে 1 ঘণ্টা 15 মিনিট ৷ তারপরেই অজিত পাওয়ার ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন ৷ আজ বিকেল 5টায় বৈঠক ডেকেছে শিবসেনা-NCP-কংগ্রেস ৷ সেখানে উপস্থিত থাকবেন উদ্ধব ঠাকরে ৷ রাত 9টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৈঠক BJP-র ৷

আরও পড়ুন : আস্থা ভোটের আগেই পদত্যাগ অজিত পাওয়ারের

Siddarthnagar (UP), Nov 26 (ANI): A government primary school in Uttar Pradesh's Siddarthnagar is lacking almost all of the basic amenities and infrastructure for students. The school was built 10-12 years ago, but no toilets have been made till date. Moreover, the roof of the school leaks during rainy season. "Under Operation 'Kayakalp' we are surveying the schools that don't have toilets and boundary wall. It is our target to provide basic amenities to all schools in next 6 months. I hope in coming days we will be able to solve all such issues," said Siddharthnagar District Magistrate Deepak Meena.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.