ETV Bharat / bharat

মুজফ্ফরপুরে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার এক অভিযুক্ত

author img

By

Published : Jan 7, 2021, 9:11 PM IST

এক পুলিশ আধিকারিকের দাবি, মেয়েটি গণধর্ষণের শিকার হয়নি। সে তার এক পুরুষবন্ধুর সঙ্গে সেখানে গিয়েছিল। মহিলা পুলিশ আধিকারিকরা ঘটনার তদন্ত করছেন। মেয়েটির শারীরিক পরীক্ষার রিপোর্ট আসার অপেক্ষা করা হচ্ছে।

One arrested for minor's rape in Bihar's Muzaffarpur
মুজফ্ফরপুরে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেপ্তার এক অভিযুক্ত

মুজফ্ফরপুর, 7 জানুয়ারি : নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বিহার পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তিনদিন আগে বিহারের মুজফ্ফরপুরে ওই গণধর্ষণের ঘটনাটি ঘটে বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, নির্যাতিতার বয়স 16 বছর। সে পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। তখনই রাস্তা থেকে তাকে পাঁচজনে মিলে জোর করে তুলে নিয়ে যায়। তার পর একটি পরিত্যক্ত এলাকায় ওই মেয়েটিকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর মেয়েটিকে খুন করারও চেষ্টা করেছিল অভিযুক্তরা। মেয়েটি সেখান থেকে কোনওমতে পালিয়ে আসে।

ওই নাবালিকা তার বাবাকে সঙ্গে করে নিয়ে গিয়ে থানায় গণধর্ষণের অভিযোগ জানায়। অভিযোগে মেয়েটি পুলিশকে জানায় যে ঘটনাস্থলের কাছে একটি পেট্রল পাম্প রয়েছে। পুলিশ সেইমতো তদন্ত শুরু করে। মেয়েটিকেও হাসপাতালে পাঠানো হয় শারীরিক পরীক্ষার জন্য।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে গণধর্ষণের পর যৌনাঙ্গে রড ঢুকিয়ে মহিলাকে খুন, 3 দিন পর ধৃত 1

পরে গ্রামের বাসিন্দারাই একজন অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পরে তাকে পুলিশ গ্রেপ্তার করে। তবে এক পুলিশ আধিকারিক রমাকান্ত প্রসাদ সিংয়ের দাবি, মেয়েটি গণধর্ষণের শিকার হয়নি। সে তার এক পুরুষবন্ধুর সঙ্গে সেখানে গিয়েছিল। মহিলা পুলিশ আধিকারিকরা ঘটনার তদন্ত করছেন। মেয়েটির শারীরিক পরীক্ষার রিপোর্ট আসার অপেক্ষা করা হচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.