ETV Bharat / bharat

সহজেই মিলবে JEE মেইন, 2020-র অ্যাডমিট , জারি বিজ্ঞপ্তি

author img

By

Published : Aug 15, 2020, 2:30 AM IST

JEE মেইন 2020-র অ্যাডমিট কার্ড যাতে পরীক্ষার্থীরা সহজে পেতে পারে তার জন্য NTA অনলাইনে প্রকাশ করবে । অ্যাডমিট কার্ড পাওয়া যাবে jeemain.nta.nic.in -এ । ১০ লাখের বেশি পড়ুয়া JEE মেইন ২০২০ পরীক্ষায় বসবে, তাই সরকারি ওয়েবসাইটটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিতে পারে বা এমন কোনও সমস্যা হতে পারে, যার ফলে ডাউনলোডিং আটকে যেতে পারে ।

NTA
NTA

কলকাতা, 15 অগাস্ট : সহজে JEE মেইন 2020 র অ্যাডমিট কার্ড পরীক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে উদ্যোগ নিল NTA । ন্যাশনাল টেস্টিং এজেন্সির ( NTA) ওয়েবসাইটে JEE মেইন, 2020 পরীক্ষার হল টিকিট ডাউনলোড করা যাবে । NTA কর্তৃপক্ষ আগেই সরকারি বিজ্ঞপ্তিতে জানিয়েছিল দ্রুত অ্যাডমিট কার্ড পরীক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে । অন্যান্য জরুরি তথ্য এবং যোগাযোগের সরঞ্জামের পাশাপাশি JEEমেইন, 2020 হল টিকিটও দেশজুড়ে হবু ইঞ্জিনিয়রদের কাছে সহজলভ্য করে তোলা হবে সরকারি ওয়েবসাইটের মাধ্যমে, যা হল jeemain.nta.nic.in। তবে তা ছাড়াও পড়ুয়ারা jeemain.nta.nic.in—তেও লগ ইন করে আসন্ন ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষা সম্পর্কে সরাসরি বিষদ তথ্য এবং বিজ্ঞপ্তি পেতে পারবে।

NTA তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এন্ট্রান্স পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়া যাবে পরীক্ষার 15 দিন আগে থেকে। JEE মেইন 2020 পরীক্ষা শুরু হবে 1-6 সেপ্টেম্বর । পরীক্ষার্থীরা JEE মেইন 2020 হল টিকিট 15 আগস্টের মধ্যে পেয়ে যাওয়ার আশা করতে পারে।

যদিও এখনও পর্যন্ত ন্যাশনাল টেস্টিং এজেন্সি JEE মেইন 2020 অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হবে, তা নয়ে নির্দিষ্টভাবে কোনও তারিখ ঘোষণা করেনি।

  • JEE মেইন ২০২০ অ্যাডমিট কার্ড অনলাইনে পাওয়া যাবে কীভাবে ডাউনলোড করবেন?

যেমনটা আগে বলা হয়েছে, JEE মেইন 2020-র অ্যাডমিট কার্ড যাতে পরীক্ষার্থীরা সহজে পেতে পারে তার জন্য NTA অনলাইনে প্রকাশ করবে । অ্যাডমিট কার্ড পাওয়া যাবে jeemain.nta.nic.in—এ ।

১০ লাখের বেশি পড়ুয়া JEE মেইন ২০২০ পরীক্ষায় বসবে, তাই সরকারি ওয়েবসাইটটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিতে পারে বা এমন কোনও সমস্যা হতে পারে, যার ফলে ডাউনলোডিং আটকে যেতে পারে । এই সমস্যার সমাধান করতে নিচের সহজ কিছু পদ্ধতি মেনে চলা যেতে পারে ।

১. সরকারি ওয়েবসাইট যাও, যা হল jeemain.nta.nic.in

২. অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য লিঙ্ক খোঁজো এবং ডাউনলোড কর।

৩. রেজিস্ট্রেশনের সময় যে তথ্য লেগেছিল, তা দিয়েই ওয়েবসাইটে লগইন কর।

৪. তোমার JEE মেইন ২০২০ পরীক্ষার অ্যাডমিট কার্ড স্ক্রিনে ফুটে উঠবে।

৫. PDF-র সফ্ট কপি ফরম্যাটে হল টিকিট ডাউনলোড করো এবং পরবর্তী প্রয়োজনের জন্য প্রিন্টআউট নিয়ে নাও।

হল টিকিট ডাউনলোড করার পর, পরিক্ষার্থীরা ভালো করে হল টিকিট দেখে নাও । দেখে নাও, সেখান তোমার সমস্ত জরুরি তথ্য ঠিকঠাক রয়েছে কি না। যদি কোনও ভুলভ্রান্তি চোখে পড়ে, তাহলে পরীক্ষক কর্তৃপক্ষকে যত তাড়াতাড়ি সম্ভব জানাও, হেল্পলাইন নাম্বারে ফোন করে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.